পেট্রলবোমা হামলায় শ্রমিক হত্যার দায়ে বিএনপি নেতা জেলে


প্রকাশিত: ০৮:৩০ এএম, ১০ জানুয়ারি ২০১৬

মাগুরায় চলন্ত ট্রাকে পেট্রলবোমা ছুড়ে পাঁচ শ্রমিককে হত্যার চাঞ্চল্যকর মামলার অন্যতম আসামি বিএনপি নেতা মাসুদ হাসান খান কিঝিলকে রোববার দুপুরে জেলে পাঠিয়েছেন আদালত।

মামলার তদন্তকারী ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাউল হক জাগো নিউজকে জানান, মাগুরায় চলন্ত ট্রাকে পেট্রলবোমা হামলায় পাঁচজন নিহত চাঞ্চল্যকর মামলার চার্জশিটভুক্ত অন্যতম আসামি পৌর বিএনপির সহ-সভাপতি ও ১নং ওয়ার্ড বিএনপি সভাপতি মাসুদ হাসান খান কিঝিল রোববার দুপুরে মাগুরা জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করলে আদালত তার জামিন আবেদন না মঞ্জুর করে জেলে পাঠান।

উল্লেখ্য, রাজনীতির নামে বিএনপির এসব নেতাকর্মীর নেতৃত্বে গত বছরের ২১ মার্চ রাতে মাগুরা-যশোর সড়কের মঘির ঢাল নামক স্থানে বালু বোঝাই চলন্ত ট্রাকে পেট্রলবোমা ছুড়ে ৫ শ্রমিককে হত্যা করে দুর্বৃত্তরা।

মো. আরাফাত হোসেন/এমজেড/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।