ধান মজুত করায় দুই ব্যবসায়ীকে সাড়ে ৩ লাখ টাকা জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ০৯:৪৬ এএম, ১৭ ফেব্রুয়ারি ২০২২

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে অবৈধভাবে ধান মজুত রাখার দায়ে দুই ব্যবসায়ীকে সাড়ে তিন লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৬ জানুয়ারি) সন্ধ্যায় তাদের এ জরিমানা করা হয়।

অর্থদণ্ডপ্রাপ্ত দুই ধান ব্যবসায়ী নাচোল পৌর এলাকার কন্যানগরের আলফাজ উদ্দিনের ছেলে আনছার আলী (৪৫) এবং মাঠপাড়া এলাকার মোসলেম উদ্দিনের ছেলে আব্দুল হান্নান।

নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, নাচোল পৌরসভার ৯নং ওয়ার্ডের কন্যানগর গ্রামের উত্তর সাকোপাড়া মোড়ে হবু মিয়ার আড়ৎ ঘর থেকে আনসার আলীর মজুতকৃত ২৭৭ মেট্রিক টন ধান এবং একই গোডাউনেরর পাশে আব্দুল হান্নানের মজুত রাখা ১৭ মেট্রিক টন ধান গোয়েন্দা সংবাদের ভিত্তিতে জব্দ করে পুলিশ।

পরে দুই ধান ব্যবসায়ীকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরিফ আহম্মেদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনছার আলীকে তিন লাখ টাকা জরিমানা অনাদায়ে এক বছরের জেল এবং হান্নানকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে তিনমাসের কারাদণ্ড প্রদান করেন।

সোহান মাহমুদ/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।