ময়লার স্তূপ থেকে জীবিত নবজাতক উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লালমনিরহাট
প্রকাশিত: ০৭:৩১ পিএম, ১৪ ফেব্রুয়ারি ২০২২
উদ্ধার নবজাতক

লালমনিরহাট পৌরসভা এলাকার একটি ময়লার স্তূপ থেকে এক নবজাতককে (কন্যাশিশু) জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। শিশুটি বর্তমানে লালমনিরহাট সদর হাসপাতালের নবজাতক ওয়ার্ডে চিকিৎসাধীন।

সোমবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টায় নবজাতক উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহা আলম।

এর আগে সকাল সাড়ে ৮টায় শহরের কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন কালীবাড়ি (পুরান বাজার) এলাকার একটি ময়লার স্তূপ থেকে শিশুটিকে জীবিত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

শিশুটিকে উদ্ধার করেন উপ-পরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলাম। তিনি বলেন, ময়লার স্তূপে জীবিত অবস্থায় শিশুটি পড়েছিল। খবর পেয়ে আমরা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যাই। হাসপাতাল কর্তৃপক্ষ উন্নত চিকিৎসার জন্য নবজাতক ওয়ার্ডে ভর্তি করায়। বর্তমানে শিশুটি হাসপাতালের নিবিড় পরিচর্যায় আছে।

স্থানীয় আমজাদ হোসেন বলেন, সকালে ময়লার স্তূপে শিশুর কান্না শুনে তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে শিশুটিকে উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়। ধারণা করা হচ্ছে, কে বা কারা শিশুটিকে ফেলে গেছেন।

লালমনিরহাট সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক নেওয়াজ মোরশেদ জানান, শিশুটির চিকিৎসা চলছে। বাচ্চাটি এখন সুস্থ আছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহা আলম জানান, উদ্ধার নবজাতকের পরিচয় জানার চেষ্টা চলছে।

রবিউল হাসান/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।