টঙ্গীতে চশমার দোকানে ককটেল নিক্ষেপ


প্রকাশিত: ০২:৩৭ পিএম, ০৯ জানুয়ারি ২০১৬

গাজীপুর মহানগরীর টঙ্গী চেরাগআলী মার্কেটের একটি চশমার দোকানে ককটেলের বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় দুই ব্যবসায়ী আহত হয়েছেন। তারা হলেন, কলেজ অপটিকসের মালিক মনির ও তার ভাই ওমর ফারুক।

ব্যবসায়ীরা জানান, বিশ্ব ইজতেমা উপলক্ষে মহাসড়ক যানজটমুক্ত রাখতে পুলিশ সড়কের উভয় পাশের ফুটপাতের সব দোকানপাট উচ্ছেদ করেছে। এরপরও এসব দোকান থেকে নিয়মিত চাঁদা আদায়কারী চিহ্নিত সন্ত্রাসীরা নিজেদের তত্ত্বাবধানে ফুটপাতের ওপর দোকানপাট বসাতে থাকে।

বিকেলে চেরাগআলী মার্কেটে কলেজ অপটিকসের একটি মাইক্রোবাস তাদের দোকানের সামনের মহাসড়কে পার্কিং করে।

এ সময় ফুটপাত নিয়ন্ত্রণকারী টঙ্গীর চিহ্নিত সন্ত্রাসীরা বিকেল সাড়ে ৪টায় কলেজ অপটিকসের মাইক্রোবাসটিকে সেখান থেকে সরাতে বলে এবং ভ্যানগাড়িতে দুটি অস্থায়ী দোকান বসাতে চাইলে সামনের দোকান মালিকরা বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে সন্ত্রাসীরা চশমার দোকানটিতে হামলা চালায় এবং দোকানের ভেতর ককটেল নিক্ষেপ করে।

এ সময় সন্ত্রাসীরা দোকানের গ্লাসের সুকেজ, বিপুল সংখ্যক চশমা ও ডেকোরেশন সামগ্রী ভেঙ্গে টুকরো টুকরো করে ফেলে। দোকানের সামনে পার্কিং করে রাখা কলেজ অপটিকসের মাইক্রোবাসটিও (ঢাকা মেট্রো-১৫-৫৫২০) ভাঙচুর করা হয়।

খবর পেয়ে টঙ্গী থানা পুলিশ ঘটনাস্থলে আসে এবং ককটেলের আলামত জব্দ করে।

আমিনুল ইসলাম/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।