মেধা ঝরতে দেবো না, অর্থের অভাব হবে না
মেধা ঝরতে দেব না, অর্থের অভাব হবে না, এই স্লোগানকে সামনে রেখে ময়মনসিংহে অতিদরিদ্র ১৪০ জন ছাত্র-ছাত্রীকে প্রতিবছর ৪২ লাখ টাকা শিক্ষাবৃত্তি প্রদান করছে বেসরকারি সংগঠন আসপাডা পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশন।
শনিবার দুপুরে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পুণর্মিলনী ও শিক্ষার অগ্রগতি পর্যালোচনা শীর্ষক এক অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়।
আসপাডা পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশন মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির পরিচালক মো. সাজ্জাদ হোসেন। সংগঠনের সহ-সভাপতি আব্দুল খালেকের সভাপতিত্বে ও বিটিভির নিউজ প্রেজেন্টার মীর আহসান হাবীব বাপ্পীর উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন রাজউকের পরিচালক (আইন) ও যুগ্ম-সচিব রুকন উদ দৌলা।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হারুন অর রশিদ, আসপাডার নির্বাহী পরিচালক আব্দুর রশিদ, ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আতাউল করিম খোকন, বাংলাদেশ শিক্ষা পর্যবেক্ষক সোসাইটির চেয়ারম্যান শরীফুল ইসলাম, বাংলাদেশ বাস্তহারা সমিতির সভাপতি তফাজ্জল হোসেন, প্রফেসর নূরজাহান বেগম, ইতালী প্রবাসী মোহাম্মদ নূর, সংগঠনের কোষাধ্যক্ষ অধ্যাপক সাইদুর রহমান হাওলাদার, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর অভিভাবক সন্ধ্যা রানী চক্রবর্তী, বৃত্তিপ্রাপ্ত পিএইচডি শিক্ষার্থী দৃষ্টি প্রতিবন্ধী খোরশেদ আলম, ঢাবির ছাত্র রবিউল ইসলাম, ময়মনসিংহ মেডিকেল কলেজের ছাত্রী ইমরান আক্তার, নূপুর আক্তার প্রমুখ।
আসপাডা পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক কবি আব্দুর রশিদ সেমিনারে জানান, প্রতিবছর ১৪০ জন অতিদরিদ্র মেধাবী ছাত্র-ছাত্রীকে অর্ধকোটি টাকার শিক্ষাবৃত্তি প্রদান করছে আসপাডা। এসব শিক্ষার্থীর শিক্ষার অগ্রগতি পর্যালোচনা করতে প্রতিবছরই পুণর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
তিনি আরো জানান, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন পাবলিক বিশ্বদ্যালয়, বিভিন্ন প্রকৌশল বিশ্ববিদ্যালয়, সরকারি মেডিকেল কলেজ ও ক্যাডেট কলেজে অধ্যয়নরত। এদের অনেকের পরিবারকে সংসার পরিচালনার ব্যয় নির্বাহ করতে হয়। এছাড়া ৪৫০ জন দরিদ্র নারীকে প্রশিক্ষণ দিয়ে পোশাক তৈরির কারখানায় চাকরির ব্যবস্থা এবং আড়াইশ’ নারীকে সেলাই প্রশিক্ষণ ও বিনা সুদে অর্থের যোগান দিয়ে স্বাবলম্বী করা হয়েছে।
আতাউল করিম খোকন/ এমএএস/পিআর