দিনাজপুর বোর্ডে সবদিকে এগিয়ে মেয়েরা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: ০৩:২৭ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০২২
পরীক্ষায় ভালো ফল পাওয়া মেয়েদের উল্লাস

দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে এইচএসসি পরীক্ষার প্রকাশিত ফলাফলে সবদিক দিয়ে এগিয়ে রয়েছে মেয়েরা। পাসের হার ও জিপিএ ৫ প্রাপ্তিতে মেয়েদের চেয়ে পিছিয়ে রয়েছে ছেলেরা।

দিনাজপুর শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. হারুন অর রশিদ মন্ডল জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রকাশিত ফলাফলে জানা যায়, দিনাজপুর শিক্ষা বোর্ডে ১ লাখ ১৩ হাজার ৪৪ জন এইচএসসি পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। উত্তীর্ণ হয়েছেন ১ লাখ ৪ হাজার ৪৮৪ জন। এদের মধ্যে ছাত্র ৫৬ হাজার ২৫৭ জন এবং ছাত্রী ৯৪ লাখ ৬৫ জন।

এবার পাসের হার ৯২ দশমিক ৪৩ শতাংশ। ছাত্রী পাসের হার ৯৪.১০ ও ছাত্র পাসের হার ৯০.৭৪ শতাংশ। সে হিসেবে ছেলেদের চেয়ে পাসের হারে মেয়েরা ৩ দশমিক ৩৬ শতাংশ বেশি পাস করেছেন।
অন্যদিকে জিপিএ ৫ পেয়েছে ১৫ হাজার ৩৪৯ জন পরীক্ষার্থী। এর মধ্যে মেয়ে ৮ হাজার ১১৭ জন ও ৭ হাজার ২৩২ জন ছেলে জিপিএ ৫ পেয়েছে। ছেলেদের চেয়ে ৮৮৫ জন মেয়ে জিপিএ ৫ বেশি পেয়েছেন।

ফলাফলে আরও দেখা যায়, বিজ্ঞান বিভাগে পাসের হার ৮৯ দশমিক ২০ শতাংশ। যার মধ্যে ছেলেরা ৮৭ দশমিক ৫৫ শতাংশ ও মেয়েরা ৮৯ দশমিক ২০ শতাংশ। ছেলেদের চেয়ে মেয়েরা ১ দশমিক ৬৪ শতাংশ বেশি।

মানবিক বিভাগে পাসের হার ৯৫ দশমিক ৫৪ শতাংশ। যার মধ্যে ছেলেরা ৯৪ দশমিক ১৩ শতাংশ ও মেয়েরা ৯৬ দশমিক ৭০ শতাংশ। ছেলেদের চেয়ে মেয়েরা ২ দশমিক ৫৭ শতাংশ বেশি।

হিসাব বিজ্ঞান বিভাগে পাসের হার ৯২ শতাংশ। যার মধ্যে ছেলেরা ৮২ দশমিক ০৬ শতাংশ ও মেয়েরা ৮১ দশমিক ৮৯ শতাংশ। ছেলেদের চেয়ে মেয়েরা শূন্য দশমিক ১৭ শতাংশ বেশি।

এমদাদুল হক মিলন/এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।