কয়েল থেকে ঘরে আগুন, গরু পুড়ে ছাই

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক ভৈরব (কিশোরগঞ্জ)
প্রকাশিত: ০৮:২৭ এএম, ১৩ ফেব্রুয়ারি ২০২২

কিশোরগঞ্জের কুলিয়ারচরের অগ্নিকাণ্ডে বসতঘরসহ গোয়ালঘরে থাকা একটি গরু পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার রাত ১০টায় উপজেলার সালুয়া ইউনিয়নের উত্তর সালুয়া মধ্যপাড়ার নুরু মুন্সির বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে বসতঘর থেকে গোয়ালঘরে গরম তাপমাত্রা টের পেয়ে ঘর থেকে বের হন। পরে গোয়ালঘরে আগুন দেখে তাদের চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে আসেন। পরবর্তীতে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় একটি ঘরসহ একটি গরু পুড়ে ছাই হয়ে গেছে। ধারণা করা হচ্ছে কয়েল থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

স্থানীয় ইউপি সদস্য মো. সৈয়দ আলী জানান, আগুন লাগার ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করি। এই অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান তিনি।

এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।