ইকনোমিক জোন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন


প্রকাশিত: ০৭:৩৩ এএম, ০৯ জানুয়ারি ২০১৬

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার চান্দপুর চা বাগানের অদূরে প্রস্তাবিত ইকনোমিক জোন প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০ টায় অনুষ্ঠিত মানববন্ধনে অবিলম্বে প্রস্তাবিত ইকনোমিক জোন প্রতিষ্ঠার জন্য সরকারের নিকট দাবি জানানো হয়।

স্থানীয় আওয়ামী লীগ নেতা মহরম আলীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তারা বলেন, পুরনো ঢাকা-সিলেট মহাসড়কটি স্থানান্তর করায় চুনারুঘাট উপজেলা এক হাজার বছর পিছিয়ে গেছে। ইকনোমিক জোন হলে পিছিয়ে পড়া এ উপজেলা আবারও জেগে উঠবে। এ সময় বক্তৃতা করেন বিএনপি নেতা মীর সিরাজ আলী, শিক্ষক আরজু মিয়া মাস্টার প্রমুখ।

উল্লেখ্য, চান্দপুর চা বাগানের অদূরে সরকারি সমতল ভূমিতে সরকার ইকনোমিক জোন প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে। কিন্তু চা শ্রমিকরা ওই ভূমিতে ইকনোমিক জোন না করার দাবিতে প্রায় একমাস ধরে আন্দোলন করে আসছে। এ নিয়ে চুনারঘাট উপজেলাবাসী ও চা শ্রমিকরা বিভক্ত হয়ে পড়েছেন।

এখলাছুর রহমান খোকন/এসএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।