হালদায় অভিযানে ২০টি ‘ফিক্সড ইঞ্জিন’ জব্দ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৩৯ পিএম, ০৯ ফেব্রুয়ারি ২০২২
হালদা নদীতে অভিযান

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র চট্টগ্রামের হালদা নদীতে অভিযান চালিয়ে ২০টি ফিক্সড ইঞ্জিন (জাল বসানোর বাঁশের খুঁটি) এবং তিন হাজার মিটার নিষিদ্ধ জাল জব্দ করেছে নৌ থানা পুলিশ।

বুধবার (৯ ফেব্রুয়ারি) দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অভিযান চালিয়ে কচুখাইন ও হালদা-কর্ণফুলী মোহনা থেকে এসব জাল জব্দ করা হয়।

সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম মিজানুর রহমান জাগো নিউজকে বলেন, অভিযানে কাউকে আটক করা সম্ভব না হলেও ফিক্সড ইঞ্জিন ও নিষিদ্ধ জাল জব্দ করা হয়েছে। ফিক্সড ইঞ্জিনের মাধ্যমে রাতের আঁধারে বেহুন্দি জাল পাতানো হয়। এ জাল নদীতে পাতানোর পর তা পানির নিচে চলে যায়। আর দৃশ্যমান হয় না। শুধুমাত্র জোয়ার-ভাটার মধ্যবর্তী পানির স্থিতিকালীন সময়ে এটি ভেসে উঠে। একটি চক্র কৌশলে এ জাল পেতে হালদায় মাছ শিকার করতো।

হালদার জীববৈচিত্র্য রক্ষায় প্রশাসনের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

হালদার সুরক্ষায় সরকার নদীটিকে ‘বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ’ ঘোষণা করে। এরপরও একদল অসাধু চক্র হালদা নদী থেকে মা মাছ শিকার, বালু উত্তোলন ও হালদার স্বাভাবিক জীববৈচিত্র্য বিনষ্ট হয় এমন কার্যক্রম পরিচালনা করে আসছে।

মিজানুর রহমান/আরএডি/জেএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।