‘আমার ভোটটি গেলো কোথায়?’

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জয়পুরহাট
প্রকাশিত: ০৬:২৯ পিএম, ০৯ ফেব্রুয়ারি ২০২২
মেম্বার প্রার্থী রবিউল ইসলাম রানা

নির্বাচনে একটি ভোটও পাননি জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কুসুম্বা ইউনিয়নের ৯নং ওয়ার্ড সদস্য প্রার্থী রবিউল ইসলাম রানা। তার ফলাফল পত্রে ভোটের সংখ্যা শূন্য। এ নিয়ে আলোচনার জন্ম দিয়েছে এলাকায়। প্রার্থী নিজেই লজ্জায় ও ক্ষোভে শঙ্কিত। নিজের ভোটটি খুঁজে পেতে নির্বাচন অফিসে ঘুরছেন রবিউল।

খোঁজ নিয়ে জানা যায়, গত ৭ ফেব্রুয়ারি সপ্তম ধাপের ইউপি নির্বাচনে কুসুম্বা ইউনিয়নের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে ওই ইউনিয়নের ৯নং ওয়ার্ডে সদস্য পদে তালা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন রবিউল ইসলাম রানা।

প্রতীক পাওয়ার পর বিজয়ী হতে অন্যান্য প্রার্থীর মতোই কর্মী-সমর্থকদের নিয়ে প্রচারণা চালান তিনিও। পোস্টার লাগানো হয় ওয়ার্ডের সর্বত্রই। বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনাও করেন তিনি। ভোটের দিন কেন্দ্রে তালা প্রতীকের এজেন্টও ছিল। অথচ সোমবার দিনশেষে গণনা করে দেখা যায়, তিনি একটি ভোটও পাননি।

ফলাফল শিটে দেখা যায়, রবিউল ইসলাম রানা তালা প্রতীকে কোনো ভোট না পেলেও তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ভূপেন চন্দ্র মন্ডল টিউবওয়েল প্রতীকে পেয়েছেন ৮৯৩ ভোট, ময়নুল ইসলাম আপেল প্রতীকে পেয়েছেন ৭৩৫ ভোট, আজিজুল হক মোরগ প্রতীকে পেয়েছেন ৬৮২ ভোট।

ভারাক্রান্ত মনে রবিউল ইসলামের প্রশ্ন তার স্ত্রী, পরিবারের অন্য সদস্য, আত্মীয়স্বজন, শুভাকাক্ষী কর্মী-সমর্থক ও এজেন্ট কেউই কি তাকে ভোট দেননি? কেউ ভোট নাইবা দিলেন তবে তার নিজের ভোটটি গেলো কোথায়?

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাচন কর্মকর্তা শহিদুল ইসলাম জাগো নিউজকে বলেন, বিষয়টি সংশ্লিষ্ট প্রিসাইডিং কর্মকর্তা বলতে পারবেন। তবে তিনি চাইলে আদালতের আশ্রয় নিতে পারেন।

এ বিষয়ে কথা বলতে অপারগতা প্রকাশ করেন কেন্দ্রে দায়িত্বে থাকা প্রিসাইডিং কর্মকর্তা আতিকুর রহমান।

রাশেদুজ্জামান/এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।