কৃষককে পিটিয়ে হত্যায় ইউপি চেয়ারম্যানসহ ৩৩ জনের নামে মামলা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৪:৫৩ পিএম, ০৮ ফেব্রুয়ারি ২০২২
ফাইল ছবি

 

কুমিল্লার মনোহরগঞ্জে কৃষককে পিটিয়ে হত্যার ঘটনায় ইউপি চেয়ারম্যান মহিন উদ্দিন চৌধুরীসহ ৩৩ জনের নামে মামলা হয়েছে।

সোমবার (৭ ফেব্রুয়ারি) রাতে নিহতের স্ত্রী শাহানারা বেগম বাদী হয়ে মনোহরগঞ্জ থানায় হত্যা মামলা করেন। মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলায় কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুল কবির মামলার বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, সোমবার রাতে নিহত অযিউল্লাহর স্ত্রী শাহানারা বেগম বাদী হয়ে লক্ষণপুর ইউপির চেয়ারম্যান মহিন উদ্দিন চৌধুরী ও সাত সহযোগীর নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২০-২৫ জনের নামে মামলা করেন। মামলার স্বার্থে বাকী আসামিদের নাম বলা যাচ্ছে না। তাদের গ্রেফতারে অভিযান চলছে।

এদিকে, নিহত কৃষক অযিউল্লাহর মরদেহ মঙ্গলবার সকাল ১০টার দিকে ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসাপাতাল মর্গে পাঠানো হয়েছে।

জাহিদ পাটোয়ারী/এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।