সাইনবোর্ডে ‘বাংলা’ লেখার সময় বেঁধে দিলো রাসিক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজশাহী
প্রকাশিত: ০৩:১৬ পিএম, ০৭ ফেব্রুয়ারি ২০২২

রাজশাহী মহানগরীর প্রতিটি এলাকায় সাইনবোর্ডে ইংরেজির পাশাপাশি বাংলায় প্রতিষ্ঠানের নাম লেখার জন্য সময় বেঁধে দিয়েছে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)।

সোমবার (৭ ফেব্রুয়ারি) সকালে জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন রাসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মো. নূর-ঈ-সাইদ।

তিনি বলেন, ‘আগামী ৭ দিনের মধ্যে রাজশাহী সিটি করপোরেশনের সবধরনের ব্যবসায় প্রতিষ্ঠানের সাইনবোর্ড বাংলায় প্রতিস্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে। এর ব্যত্যয় হলে ভ্রাম্যমাণ আদালতের মুখোমুখি হতে হবে।’

তিনি বলেন, ‘গতকাল (রোববার) রাসিকের রাজস্ব বিভাগের এক আলোচনা সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ থেকে প্রতিষ্ঠানগুলোতে চিঠি পৌঁছে দেওয়ার পাশাপাশি একটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।’

আবু সালেহ মো. নূর-ঈ-সাইদ বলেন, ‘এর আগে বাংলায় সাইনবোর্ড লেখার নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট। সে নির্দেশনা এত দিনেও বাস্তবায়িত হয়নি। এখন থেকে কোনো প্রতিষ্ঠান তার সাইনবোর্ড ইংরেজিতে লিখলেও পাশে বাংলায় লিখতে হবে। রাজস্ব বিভাগের কর্মীরা সোমবার একই ধরনের চিঠি নিয়ে রাস্তায় বের হয়েছেন। সড়কের পাশে ইংরেজিতে লেখা যেসব সাইনবোর্ড চোখে পড়ছে সেসব প্রতিষ্ঠানে গিয়ে চিঠিতে প্রতিষ্ঠানের নাম লিখে সংশ্লিষ্টদের দেওয়া হচ্ছে।’

বিদেশি প্রতিষ্ঠানগুলোর ইংরেজি নামের বিষয়ে তিনি বলেন, ‘স্থানীয় কিংবা বিদেশি প্রতিষ্ঠানগুলো সাইনবোর্ডে ইংরেজি রাখতে পারবে। তবে ইংরেজির পাশাপাশি বাংলায়ও লিখতে হবে। কিন্তু স্থানীয় ব্যবসায়ীদের ৭ দিন সময় দেওয়া হবে সাইনবোর্ডে বাংলা লেখার জন্য।’

ফয়সাল আহমেদ/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।