কোয়ারেন্টাইন শেষে প্রতিদ্বন্দ্বীর প্রচারণায় সেই চেয়ারম্যান

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৯:৪৪ এএম, ০৬ ফেব্রুয়ারি ২০২২

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ভোটের প্রচারণায় নেমে করোনা আক্রান্ত হওয়া সেই চেয়ারম্যান প্রার্থী এবার প্রতিদ্বন্দ্বী নুরুজ্জামান স্বপনের (অটোরিকশা) প্রচারণায় অংশ নিয়েছেন।

শনিবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ৩নং চরহাজারী ইউনিয়নে ৪নং ওয়ার্ড দক্ষিণ চৌরাস্তায় নুরুজ্জামান স্বপনের নির্বাচনী প্রচারের শেষ পথসভায় অটোরিকশার পক্ষে ভোট চান তিনি।

বিজ্ঞাপন

মো. নুরুল হুদা চরহাজারী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ছিলেন। পরে তিনি করোনায় আক্রান্ত হলে অপর প্রার্থী নুরুজ্জামান স্বপনকে সমর্থন করে স্থানীয় আওয়ামী লীগ। এখানে কাদের মির্জা সমর্থিত প্রার্থী মহিউদ্দিন সোহাগ (আনারস)।

এর আগে গত ১৭ জানুয়ারি নির্বাচনী প্রচারণা শেষে অসুস্থ বোধ করায় করোনা পরীক্ষা করে পজিটিভ ফলাফল আসে মো. নুরুল হুদার। ২৮ জানুয়ারি তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ান। সোমবার (৭ ফেব্রুয়ারি) সপ্তম ধাপে এ নির্বাচন অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

জানতে চাইলে চেয়ারম্যান নুরুল হুদা জানান, আমি অসুস্থ থাকায় নির্বাচনী প্রচারণা থেকে বিরত ছিলাম। কোয়ারান্টাইন শেষে সুস্থ হওয়ার পর জনস্বার্থে নাগরিক দায়িত্ববোধ থেকে এখন চেয়ারম্যান প্রার্থী নুরুজ্জামান স্বপনের পক্ষে প্রচারণা চালাচ্ছি।

ইকবাল হোসেন মজনু/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।