রাজবাড়ীতে সেনাবাহিনীর শীতকালীন প্রশিক্ষণ মহড়া অনুষ্ঠিত
রাজবাড়ীর কালুখালীতে বাংলাদেশ সেনাবাহিনীর শীতকালীন প্রশিক্ষণ মহড়ার অনুশীলন দীপ্ত শপথ ৮৮ পদাতিক বিগ্রেড অনুষ্ঠিত হয়েছে। ঢাকা থেকে হেলিকপ্টার যোগে রাষ্ট্রপতি রাজবাড়ীর কালুখালীর হেলিপ্যাডে বেলা ১২টায় অবতরণ করেন।
বৃহস্পতিবার দুপুর ১২টা ৩০ মিনিটে ২০১৫ ও ২০১৬ সালের শীতকালীন প্রশিক্ষণের অংশ হিসেবে রাজবাড়ী সেনানিবাসের নিজস্ব এলাকার ৫৫ পদাতিক ডিভিশন এর আয়োজনে এ প্রশিক্ষণ মহড়াটি শুরু হয়।
এ শীতকালীন প্রশিক্ষণ মহড়া পর্যবেক্ষনের জন্য প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক মো. আবদুল হামিদ। এতে স্বাগত বক্তব্য রাখেন ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল এসএম মতিউর রহমান।
মহড়ার শুরুতেই বাংলাদেশ সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্যাটালিয়ানের চৌকস কমান্ডো সেনাদল প্যারাসুটের সাহায্যে মাটিতে অবতরণ করেন। মহড়ায় বাংলাদেশ বিমান বাহিনীর অত্যাধুনিক যুদ্ধ বিমান, হেলিকপ্টার গানশিপ এবং আর্মি এভিয়েশন গ্রুপ হেলিকপ্টার ব্যবহার করা হয়।
এছাড়াও বিভিন্ন কম্ব্যাট টিমের ট্যাংক, আর্মড পার্সোনেল ক্যারিয়ার, আর্টিলারি গান, অ্যান্টি ট্যাংক গাইডেড মিসাইল, রিকয়েললেস রাইফেল ও ভারী মেশিনগান ব্যবহৃত হয়।
মহড়া শেষে দুপুর দেড়টায় প্রধান অতিথি দরবারে উপস্থিত সকল সেনাসদস্যের উদ্দ্যেশে ভাষণ দেন। ভাষণে প্রধান অতিথি দেশের স্বাধীনতা ও স্বার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি দেশে-বিদেশে সেনাবাহিনীর বিভন্ন কর্মকাণ্ডের প্রশংসা করেন।
এছাড়া তিনি সেনাবাহিনীকে আধুনিক, দক্ষ ও সময়োপযোগী করে গড়ে তোলার লক্ষ্যে সরকারের আন্তরিক প্রচেষ্টা অব্যাহত থাকার কথা ব্যক্ত করেন। তিনি সেনাবাহিনীকে উদ্দেশ্য করে আরো বলেন, আজ আপনারা সত্যিকার অর্থে মুক্তিযুদ্ধের ঐতিহ্য গড়ে ওঠা দেশপ্রেমিক সেনাবাহিনীর যোগ্য উত্তরসূরী।
ভাষণ শেষে তিনি সকলের সঙ্গে প্রীতিভোজে অংশ নেন। এ সময় মন্ত্রিপরিষদের মাননীয় সদস্যবৃন্দ, সেনা , নৌ ও বিমান বাহিনীর সম্মানিত প্রধানগণ, রাজবাড়ী-১ আসনের জাতীয় সংসদ সদস্য কাজী কেরামত আলী, ২ আসনের জাতীয় সংসদ সদস্য মো. জিল্লুল হাকিম, ৩৮ সংরক্ষিত মহিলা আসনের জাতীয় সংসদ সদস্য কামরুন নাহার চৌধুরী লাভলী, ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল এসএম মতিউর রহমান, জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম খান, পুলিশ সুপার জিহাদুল কবির পিপিএম প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রীতিভোজ শেষে স্থানীয় অসহায়, দুস্থ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন রাষ্ট্রপতি। কম্বল বিতরণ শেষে বিকেল সাড়ে ৩টায় রাষ্ট্রপতি রাজবাড়ী সেনানিবাস এলাকা থেকে হেলিকপ্টার যোগে ঢাকার উদ্দ্যেশে রওনা দেন।
রুবেলুর রহমান/বিএ