কাউন্সিলর রেজাউলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা


প্রকাশিত: ০২:০৯ পিএম, ০৭ জানুয়ারি ২০১৬

স্ত্রীর দায়ের করা যৌতুক মামলায় বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) ২৩নং ওয়ার্ড কাউন্সিলর রেজাউল করিম রেজভী চৌধুরীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত।

বৃহস্পতিবার দুপুরে বরিশাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. আলী হোসাইন এ নির্দেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, সকালে রেজভী চৌধুরীর স্ত্রী চায়না বেগম আদালতে মামলা দায়ের করলে বিচারক কাউন্সিলরের বিরুদ্ধে এ পরোয়ানা জারি করেন।

মামলা আরজিতে চায়না বেগম অভিযোগ করেন, রেজভী চৌধুরীর সঙ্গে তার বিয়ে হয় ১৯৯৩ সালে। তাদের দুইটি সন্তান রয়েছে। পৈত্রিক সম্পত্তি বিক্রির ২০ লাখ টাকা এনে দেয়ার জন্য সম্প্রতি রেজভী চৌধুরী তার স্ত্রীকে চাপ দিতে থাকে। আর এ নিয়ে পারিবারিক কলহের এক পর্যায়ে গত ১জানুয়ারি চায়না বেগমকে মারধর করে বাসা থেকে বের করে দেন রেজভী চৌধুরী।

সাইফ আমীন/এআরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।