কি‌শোরগ‌ঞ্জে আ’লীগ-স্বতন্ত্র সমা‌ন সমান

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কি‌শোরগঞ্জ
প্রকাশিত: ১০:১১ এএম, ০১ ফেব্রুয়ারি ২০২২
ফাইল ছবি

কি‌শোরগ‌ঞ্জের পাকু‌ন্দিয়া ও কু‌লিয়ারচ‌রের ১০ ইউনিয়‌নের ৫টি‌তে আওয়ামী লীগ ও ৫টি‌তে স্বতন্ত্র প্রার্থী চেয়ারম্যান নির্বা‌চিত হয়েছেন।

পাকু‌ন্দিয়া উপ‌জেলার ৯টি ইউনিয়‌নের ম‌ধ্যে ৫টি‌তে স্বতন্ত্র ও ৪টি‌তে আওয়ামী লীগ ম‌নোনীত প্রার্থীরা জয় পেয়েছেন। রোববার শা‌ন্তিপূর্ণ প‌রি‌বে‌শে ভোটগ্রহণ শে‌ষে গণনার পর নির্বাচন ক‌মিশন ফলাফল ঘোষণা ক‌রে। সবক‌টি ইউনিয়‌নে ইভিএমের মাধ্য‌মে ভোটগ্রহণ করা হয়।

‌পাকু‌ন্দিয়া উপ‌জেলার বু‌রো‌দিয়া ইউনিয়‌নে ৩৬৪১ ভোট পে‌য়ে চেয়ারম্যান নির্বা‌চিত হন স্বতন্ত্র প্রার্থী মো. নাজমুল হুদা (ঘোড়া)। তার নিকটতম প্রার্থী আওয়ামী লীগ ম‌নোনীত মাহবুবুর রহমান (নৌকা) পে‌য়ে‌ছেন ৩৩০৭ ভোট।

নারান্দী ইউনিয়‌নে ৪৬৭৭ ভোট পে‌য়ে চেয়ারম্যান নির্বা‌চিত হন স্বতন্ত্র প্রার্থী মুছ‌লেহ উদ্দিন (আনারস)। তার নিকটতম প্রার্থী আওয়ামী লীগ ম‌নোনীত প্রার্থী শ‌ফিকুল ইসলাম (নৌকা) পে‌য়ে‌ছেন ৪৬৬৭ ভোট।

সু‌খিয়া ইউনিয়‌নে ৬৫৬৫ ভোট পে‌য়ে চেয়ারম্যান নির্বা‌চিত হন আওয়ামী লীগ ম‌নোনীত প্রার্থী মো. আ. হা‌মিদ (নৌকা)। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী আজিজুল হক (আনারস) পে‌য়ে‌ছেন ৪২৭৬ ভোট।

জাঙ্গা‌লিয়া ইউনিয়‌নে ৫৩৯৯ ভোট পে‌য়ে চেয়ারম্যান নির্বা‌চিত হন স্বতন্ত্র প্রার্থী বুলবুল আহ‌মেদ (মোটরসাই‌কেল)। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী মো. আব্দুছ ছাত্তার (ঘোড়া) পে‌য়ে‌ছেন ৩৪৭০ ভোট।

পাটুয়াভাঙ্গা ইউনিয়‌নে ৭০৬৯ ভোট পে‌য়ে চেয়ারম্যান নির্বা‌চিত হন স্বতন্ত্র প্রার্থী এমদাদুল হক জুটন (আনারস)। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী আসাদুজ্জামান আসাদ (টে‌বিল ফ্যান) পে‌য়ে‌ছেন ২৩৫২ ভোট।

এগার‌সিন্দুর ইউনিয়‌নে ৫৩৯৫ ভোট পে‌য়ে চেয়ারম্যান নির্বা‌চিত হন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নূরুজ্জামান মিয়া (নৌকা)। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী মো. আসাদুজ্জামান (মোটরসাই‌কেল) পে‌য়ে‌ছেন ৪৫৮১ ভোট।

চরফরাদী ইউনিয়‌নে ৬৮৮৮ ভোট পে‌য়ে চেয়ারম্যান নির্বা‌চিত হন আওয়ামী লীগ ম‌নোনীত প্রার্থী আ. মান্নান (নৌকা)। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী মো. কামাল উদ্দিন (মোটরসাই‌কেল) পে‌য়ে‌ছেন ২৭৭০ ভোট।

হো‌সে‌ন্দি ইউনিয়‌নে ২৭৬৭ ভোট পে‌য়ে চেয়ারম্যান নির্বা‌চিত হন আওয়ামী লীগ ম‌নোনীত প্রার্থী মুহাম্মদ হা‌দিউল ইসলাম (নৌকা)। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী মো. নাজমুল ক‌বির (ঘোড়া) পে‌য়ে‌ছেন ১৯৭০ ভোট।

চ‌ন্ডিপাশা ইউনিয়‌নে ৫৪১৩ ভোট পে‌য়ে চেয়ারম্যান নির্বা‌চিত হন স্বতন্ত্র প্রার্থী মো. শামছু উদ্দিন (আনারস)। তার নিকটতম আওয়ামী লীগ ম‌নোনীত প্রার্থী মঈন উদ্দিন পে‌য়ে‌ছেন ৪৪৪৪ ভোট।

এদি‌কে আগের নির্বাচ‌নে স্থ‌গিত হওয়া কু‌লিয়ারচর উপ‌জেলার রামদী ইউনিয়‌নে ৮৭২৭ ভোট পে‌য়ে চেয়ারম্যান নির্বা‌চিত হন আওয়ামী লীগ ম‌নোনীত প্রার্থী আলাল উদ্দিন। তার নিকটতম প্র‌তিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আল-মাসুদ মাসুদ মিয়া পে‌য়ে‌ছেন ৬৪২৪ ভোট।

নূর মোহাম্মদ/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।