লংগদুতে ৮ নেতাকে আ’লীগ থেকে অব্যাহতি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাঙ্গামাটি
প্রকাশিত: ০৭:৫৮ পিএম, ৩১ জানুয়ারি ২০২২
আব্দুল বারেক সরকার (বাঁয়ে) ও আব্দুর রহিম (ডানে)

শৃঙ্খলাভঙ্গের অভিযোগে রাঙামাটির লংগদু উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আব্দুল বারেক সরকারসহ আওয়ামী লীগের আট নেতাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

সোমবার (৩১ জানুয়ারি) দলীয় এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মুছা মাতব্বর।

তিনি ছাড়া অপরাপর অব্যাহতি প্রাপ্তরা হলেন, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুর রহিম, মাইনী ইউনিয়নের মৎসজীবী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এরশাদ সরকার ও শ্রমিকলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন কমল, গুলশাখালী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক রকিব হোসেন, বগাচত্বরের ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য বোরহান উদ্দিন, ভাসাইন্যা আদামের ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হযরত আলী এবং লংগদু সদরের উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কুলিনমিত্র চাকমা আদু।

শংকর হোড়/আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।