মুরাদনগরে ভুয়া পোলিং অফিসারের কারাদণ্ড

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ০৩:২৬ পিএম, ৩১ জানুয়ারি ২০২২
প্রতীকী ছবি

কুমিল্লার মুরাদনগরে পোলিং অফিসার সেজে ভোটগ্রহণের সময় প্রভাবিত করার দায়ে মো. জাফর আলী খান (৫০) নামের এক ব্যক্তিকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৩১ জানুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার বাংগরা পশ্চিম ইউনিয়নের দিঘীরপাড় দাখিল মাদরাসা কেন্দ্রে এ ঘটনা ঘটে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিছুল ইসলাম জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্ত জাফর আলী খান মুরাদনগর উপজেলার মোচাগড়া গ্রামের মৃত তোরাব আলীর ছেলে।

তিনি জানান, বাংগরা পশ্চিম ইউনিয়নের দিঘীরপাড় দাখিল মাদরাসা কেন্দ্রে নিজের পরিচয় গোপন করে পোলিং অফিসারের দায়িত্ব পরিচালনা করছেন। এ সময় ভোটকেন্দ্রে প্রভাব খাটানোর চেষ্টা করেন তিনি।

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে জানা যায় ওই কেন্দ্রে পোলিং অফিসারের স্থলে জাফর আলী খান দায়িত্ব পালন করছেন। পরে তিনি বৈধ কোনো কাগজপত্র দেখাতে না পারায় ভ্রাম্যমাণ তাকে এক মাসের কারাদণ্ড দেন।

জাহিদ পাটোয়ারী/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।