৪ ঘণ্টায় ৬৫ ভোট!

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মানিকগঞ্জ
প্রকাশিত: ০১:০৮ পিএম, ৩১ জানুয়ারি ২০২২

ইলেক্টনিক ভোটিং মেশিনে (ইভিএম) যান্ত্রিক ত্রুটির কারণে মানিকগঞ্জের শিবালয় উপজেলায় কয়েকটি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ বিলম্বিত হচ্ছে। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও ভোট দিতে না পারায় অনেক ভোটার ফিরে যাচ্ছেন। এ জন্য ভোট কাস্টিং কম হওয়ার আশংকা করছেন প্রার্থীরা।

সোমবার (৩১ জানুয়ারি) দুপুর ১২টার দিকে সরেজমিনে উপজেলার তেওতা ইউনিয়নের ষাইটঘর তেওতা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দেখা যায়, ভোটরা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে রয়েছেন। লাইনের মধ্যেই বসে পড়েছেন অনেকেই।

শওকত, খোরশেদ ও রহিম নামের কয়েকজন ভোটার জানান, সকাল ৮টা থেকে লাইনে দাঁড়িয়ে রয়েছেন। দুপুর ১২টা বাজলেও ভোট দিতে পারেননি। একটু পর পরই ইভিএম মেশিন নষ্ট (বিকল) হচ্ছে। অনেকে বিরক্ত হয়ে ভোট না দিয়েই ফিরে গেছেন বলে জানান তারা।

মেম্বার প্রার্থী দেলোয়ার হোসেন জানান, ইভিএমে প্রথমবার ভোট দিতে মানুষের আগ্রহ ছিলো। এজন্য সকাল ৭টা থেকেই কেন্দ্রে এসে লাইনে দাঁড়ান। কিন্তু মেশিনে ত্রুটি দেখায় একটু পরপরই ভোটগ্রহন বন্ধ থাকছে। ফলে অনেকেই ভোট না দিয়েই ফিরে যাচ্ছেন।

পুরুষ কেন্দ্রের ৬নং কক্ষে গিয়ে দেখা যায় সকাল ৮টা থেকে দুপুর ১২ পর্যন্ত চার ঘণ্টায় ভোট পড়েছে মাত্র ৬৫টি।

এ বিষয়ে কেন্দ্রের প্রিজাইডিং অফিসার পার্থ সারথি খান জানান, সার্ভার সমস্যার কারনে মেশিন প্রায়ই ধীরে চলছে। ভোটারদের আঙ্গুলের ছাপ ঠিক মতো না মেলার কারণেও ভোটগ্রহণ বিলম্বিত হচ্ছে। মেশিন ত্রুটির বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

একই সমস্যা মহাদেবপুর ইউনিয়নের মহাদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। সেখানেও ভোট দিতে বিলম্ব হওয়া ভোটাররা ফিরে যাচ্ছেন বলে জানা গেছে।

উল্লেখ্য, ৬ষ্ঠ ধাপের ইউপি নির্বাচনে মানিকগঞ্জের শিবালয় উপজেলার সাতটি ইউপিতে ভোটগ্রহণ চলছে। মোট কেন্দ্র ৭১টি। সব কেন্দ্রেই ইভিএমে ভোট নেয়া হচ্ছে।

বি এম খোরশেদ/এএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।