টেকনোলজিস্ট না থাকায় চৌহালীতে দেড় মাস ধরে বন্ধ করোনা পরীক্ষা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৯:২৯ এএম, ৩১ জানুয়ারি ২০২২

সিরাজগঞ্জের চৌহালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টেকনোলজিস্ট না থাকায় দেড় মাস ধরে বন্ধ রয়েছে করোনা পরীক্ষা।

রোববার (৩০ জানুয়ারি) সরেজমিনে চৌহালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জ্বর, ঠাণ্ডা ও কাশি (করোনা উপসর্গ) নিয়ে নমুনা দিতে আসা একাধিক রোগীকে ফিরে যেতে দেখা গেছে।

স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা পরীক্ষা করতে আসা আঁখি সিদ্দিকা, বিলকিস পারভীন, আকবর আলী বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা পরীক্ষা বন্ধ। এক দেড় মাস হলো এখানে করোনা পরীক্ষা বন্ধ রয়েছে। তাই পার্শ্ববর্তী বেলকুচি ও নাগরপুর উপজেলায় যচ্ছি নমুনা দিতে।

স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, টেকনোলজিস্ট থাকাকালীন প্রতিদিন প্রায় ১৪-১৫ জনের নমুনা নেওয়া হতো। টেকনোলজিস্ট না থাকায় এখন নমুনা নেওয়া হচ্ছে না।

চৌহালী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (টিএইচও) ডা. আব্দুল কাদের বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সে মাত্র দুজন মেডিকেল টেকনোলজিস্ট ছিলো।তাদের বদলিজনিত কারণে গত দেড়মাস ধরে করোনা পরীক্ষা বন্ধ রয়েছে। দ্রুত পদক্ষেপ নিতে বিষয়টি সিভিল সার্জনকে জানানো হয়েছে।

সিরাজগঞ্জ সিভিল সার্জন ডা. রাম পদ রায় জানান, টেকনোলজিস্ট কম থাকায় জেলায় নমুনা পরীক্ষা করতে হিমসিম খেতে হচ্ছে। তবে চৌহালীতে করোনা পরীক্ষা শুরু করতে দ্রুত মেডিকেল টেকনোলজিস্ট দেয়া হবে।

এএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।