পর্যটন নগরীতে জামায়াতের প্রভাবমুক্ত হরতাল


প্রকাশিত: ০৯:৪৪ এএম, ০৭ জানুয়ারি ২০১৬

মতিউর রহমান নিজামীর ফাঁসি বহাল রাখার প্রতিবাদে জামায়াতে ইসলামীর ডাকা হরতালের প্রভাব পড়েনি কক্সবাজারে। মানুষের জীবনযাত্রা স্বাভাবিক রয়েছে।

কক্সবাজার শহর ঘুরে দেখা গেছে, ব্যাংক-বীমার কার্যক্রম প্রতিদিনের মতো স্বাভাবিক রয়েছে। নির্বিঘ্নে চলছে শহরের ব্যবসা প্রতিষ্ঠানের কার্যক্রম। খোলা রয়েছে শিক্ষা প্রতিষ্ঠানও।

অভ্যন্তরীণ সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। তবে কক্সবাজার থেকে দূরপাল্লার কোনো যানবাহন আপাতত ছেড়ে যায়নি।

শহরের মোড়ে মোড়ে আইন-শৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে। এ পর্যন্ত হরতালে পক্ষে বিপক্ষে কোনো মিছিল-পিকেটিং দেখা যায়নি।

কক্সবাজারের পুলিশ সুপার শ্যামল কুমার নাথ জাগো নিউজকে জানান, হরতালে অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসন সজাগ রয়েছে।

সায়ীদ আলমগীর/এমজেড

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।