পঞ্চগড়ে মাঝারি শৈত্যপ্রবাহ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পঞ্চগড়
প্রকাশিত: ০৩:০০ পিএম, ২৮ জানুয়ারি ২০২২
শীতল বাসাতে বিপর্যস্ত জনজীবন

টানা তিনদিন মৃদু শৈত্যপ্রবাহের পর উত্তরের জনপদ পঞ্চগড়ে শুরু হয়েছে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ।

শুক্রবার (২৮ জানুয়ারি) সকালে জেলায় সর্বনিম্ন ৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র।

বিজ্ঞাপন

শুক্রবার সকালেও সূর্যের মুখ দেখা যাওয়ায় জনমনে কিছুটা স্বস্তি দেখা যায়। তবে টানা শৈত্যপ্রবাহে প্রতিদিন বিকালের পর থেকেই শুরু হয় ঘন কুয়াশা। উত্তরের হিম শীতল বাতাসে বিপর্যস্ত হয়ে পড়ে জনজীবন।

jagonews24

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

শহরের তুলারডাংগা মহল্লার ইজিবাইক চালক সফিজুল ইসলাম বলেন, ‘আগে প্রতিদিন ৫০০-৭০০ টাকা পর্যন্ত আয় হতো। এখন ঠান্ডার কারণে কেউ গাড়িতে উঠতে চায় না। দৈনিক আয় অর্ধেকেরও কম হয়। শীতে পরিবার নিয়ে অনেক কষ্টে আছি।’

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাসেল শাহ বলেন, ‘শুক্রবার তেঁতুলিয়ায় সর্বনিম্ন ৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।’

সফিকুল আলম/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।