নির্বাচন থেকে সরে দাঁড়ালেন করোনা আক্রান্ত সেই প্রার্থী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ১১:০৭ এএম, ২৭ জানুয়ারি ২০২২

প্রচারণায় নেমে করোনা আক্রান্ত হওয়া নোয়াখালীর কোম্পানীগঞ্জের ৩নং চরহাজারী ইউনিয়নের চেয়ারম্যান মো. নুরুল হুদা এবার নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। তিনি উপজেলা আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী ছিলেন।

বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) সকালে তিনি জাগো নিউজকে মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেন। এর আগে বুধবার রাতে নিজের ফেসবুকে স্ট্যাটাস দিয়ে উপযুক্ত প্রার্থীকে নির্বাচিত করতে ইউনিয়নবাসীর প্রতি আহ্বান জানান তিনি।

মো. নুরুল হুদা বলেন, আমি ও আমার বড় ছেলে করোনা আক্রান্ত। ২ ফেব্রুয়ারি পর্যন্ত আমাদের হোম কোয়ারেন্টিনে থাকতে হবে। আমি বিষয়টি নির্বাচন কমিশনে জানিয়ে কোনো সদুত্তোর পাইনি। তাই আগামী ৭ ফেব্রুয়ারি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন থেকে সরে দাঁড়ালাম।

এরআগে গত ১৭ জানুয়ারি নির্বাচনী প্রচারণা শেষে অসুস্থ বোধ করায় করোনা পরীক্ষা দিয়ে পজিটিভ ফলাফল আসে মো. নুরুল হুদার। আগামী ৭ ফেব্রুয়ারি সপ্তম ধাপে এ নির্বাচন অনুষ্ঠিত হবে।

এদিকে কোম্পানীগঞ্জের স্থানীয় আওয়ামী লীগের দুই গ্রুপের বিবাদে কোনো পক্ষকেই নৌকা প্রতীক না দিয়ে উন্মুক্ত (স্বতন্ত্র) নির্বাচনের ঘোষণা দিয়েছে কেন্দ্রীয় আওয়মী লীগ। এতে দুই পক্ষ আলাদা প্রার্থী দিয়ে ভোটযুদ্ধে অবতীর্ণ হয়েছে।

ইকবাল হোসেন মজনু/এফএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।