ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুতায়িত দুই চোর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পটুয়াখালী
প্রকাশিত: ০৪:০৭ পিএম, ২৫ জানুয়ারি ২০২২
আহত দুই ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন

পটুয়াখালীর গলাচিপায় পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরি করতে গিয়ে দুই ব্যক্তি বিদ্যুতায়িত হয়েছেন। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তাদের শরীরের নয় শতাংশ পুড়ে গেছে। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন।

সোমবার (২৪ জানুয়ারি) দিনগত রাত ৩টার দিকে উপজেলার পানপট্টি ইউনিয়নের গ্রামর্দন গ্রামে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন-উপজেলার মঠবাড়িয়া এলাকার ইদ্রিস হাওলাদার (৩৫) ও পানপট্টি এলাকার নাসির বিশ্বাস (৪৫)।

পুলিশ ও পল্লী বিদ্যুৎ সূত্র জানায়, সোমবার রাতে গ্রামর্দন গ্রামে পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরি করতে যান ওই দুই ব্যক্তি। প্রথমে তারা একটি ১০ কেভির ট্রান্সফরমার চুরি করে নিয়ে যান। পরে ওই রাতেই ২৫ কেভির ট্রান্সফরমারের সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে তারা আহত হন। পরে স্থানীয়রা তাদের আটক করে পুলিশে সোপর্দ করেন।

এ বিষয়ে গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আনোয়ার বলেন, এ ঘটনায় পল্লী বিদ্যুতের পক্ষ থেকে একটি মামলা করা হয়েছে। আটকদের গলাচিপা হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আব্দুস সালাম আরিফ/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।