রাজশাহীতে হরতালে নাশকতা ঠেকাতে নিরাপত্তা জোরদার


প্রকাশিত: ০৯:২৯ পিএম, ০৬ জানুয়ারি ২০১৬

জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল চলাকালে সব ধরনের নাশকতা এড়াতে বিভাগীয় মহানগরী রাজশাহীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সেই সঙ্গে জোরদার করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর টহলও।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) কমিশনার মো. শামসুদ্দিন ও র‌্যাব-৫ এর অধিনায়ক লে. কর্নেল মাহবুব আলম বুধবার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন।

আরএমপি কমিশনার মো. শামসুদ্দিন জানান, হরতালে সব ধরনের নাশকতা ঠেকাতে পুলিশের পক্ষ থেকে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সন্ধ্যার পর থেকেই শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে। পুলিশের পাশাপাশি র‌্যাবের বিশেষ কয়েকটি টিম মাঠে কাজ করছেন বলে জানান এই কর্মকর্তা।

অপরদিকে, র‌্যাব-৫ এর অধিনায়ক লে. কর্নেল মাহবুব আলম জানান, হরতালকে ঘিরে রাজশাহী মহানগর ও এর আশেপাশে উপজেলাগুলোতে র‌্যাবের গোয়েন্দা নজরদারি বাড়নো হয়েছে। সন্ধ্যার পর থেকেই সাদা পোশাকে র‌্যাবের গোয়েন্দা মাঠে নেমেছেন। আর সব ধরনের নাশকতা এড়াতে সতর্ক রয়েছে র‌্যাব।

এর আগে, যুদ্ধাপরাধী মামলায় জামায়াতের শীর্ষ নেতা মতিউর রহমান নিজামীর ফাঁসির রায় আপিল বিভাগও বহাল রাখার প্রতিবাদে বৃহস্পতিবার দেশব্যাপি সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয় জামায়াত।

শাহরিয়ার অনতু/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।