তিস্তায় বিপদসীমার উপরে পানি


প্রকাশিত: ০৫:৫২ পিএম, ১৪ জুলাই ২০১৪

ভারিবর্ষণ আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে তিস্তা নদীর পানি বেড়ে বিপদসীমার ১০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। এতে নীলফামারীর ১৫ গ্রাম প্লাবিত হয়। তিস্তা নদীর পাশের ডিমলা ও জলঢাকা উপজেলার এ সব গ্রামে ৫ শতাধিক পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। পরিস্থিতি মোকাবিলায় তিস্তা ব্যারেজের সবকটি গেট খুলে রেখেছে ডালিয়া পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ।

পানি উন্নয়ন বোর্ড ডালিয়া ডিভিশনের বন্যা পূর্বাভাস সতর্কীকরণ কেন্দ্র জানায়, অব্যাহত ভারিবর্ষণ আর উজানের পাহাড়ি ঢলের কারণে ডালিয়ায় অবস্থিত তিস্তা ব্যারেজ পয়েন্টে সোমবার ভোর ৬টার দিকে পানি বিপদসীমার ১০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। তবে সকাল ৯টায় ৮ সেন্টিমিটার দুপুর ৩টায় তিন সেন্টিমিন্টার উপর দিয়ে প্রবাহিত হয়।

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান জানান, ভারিবর্ষণ আর পাহাড়ি ঢলে তিস্তার পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার ১০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হলেও সকাল ৯টায় কমতে থাকে। নিয়ন্ত্রণের জন্য ব্যারেজের সবকটি গেট খুলে রাখা হয়েছে বলেও জানান তিনি।

এদিকে পানি বাড়ায় তিস্তা নদী সংলগ্ন ডিমলা উপজেলার খালিশাচাপানী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পশ্চিম বাইশপুকুর গ্রাম প্লাবিত হওয়ায় গ্রামের ৪০টি পরিবার, রাস্তাঘাট ও ফসলি জমি কোমর পানিতে তলিয়ে গেছে।

এ ছাড়া ডিমলার পূর্বছাতনাই, খগাখড়িবাড়ি, টেপাখড়িবাড়ি ও গয়াবাড়ি এবং জলঢাকা উপজেলার শৌলমারি ও ডাউয়াবাড়ি ইউনিয়নের বেশ কয়েকটি গ্রাম হাঁটু পানিতে তলিয়ে গেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।