ভোটে জিতেও মানুষের দ্বারে দ্বারে নবনির্বাচিত চেয়ারম্যান

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০৯:২১ এএম, ২১ জানুয়ারি ২০২২
কৃষকদের সঙ্গে পেঁয়াজের চারা রোপন করছেন নবনির্বাচিত চেয়ারম্যান

ভোটে জিতেও মানুষের দ্বারে দ্বারে ঘুরছেন ফরিদপুরের বোয়ালমারী উপজেলার দাদপুর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মোশাররফ হোসেন মুশা। পথে-প্রান্তরে ঘুরে তিনি বিজয়ী শুভেচ্ছা বিনিময় করছেন এলাকার ভোটারদের সঙ্গে।

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) দুপুরে দাদপুরে ক্ষেতে কর্মরত কৃষকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে গিয়ে নিজেই কৃষক বনে যান। কৃষকদের সঙ্গে পেঁয়াজের চারা লাগানোর প্রতিযোগিতায়ও নামেন তিনি।

ইউনিয়নের বাসিন্দা কৃষক মো. সেলিম মাতুব্বর বলেন, ‘মোশাররফ ভাই ভালা ও সাদা মনের মানুষ। রাস্তা-ঘাটে দেখা হলেই কুশল বিনিময়, অফিসে গেলে চা-বিস্কুট খাইয়ে প্রয়োজনীয় কাজে সহযোগিতার করেন।’

jagonews24

ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন মুশা বলেন, ‘গত ৫ বছর ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছি। ইউনিয়নের মানুষের পাশে থেকে কাজ করেছি। বিভিন্ন সাহায্য সহযোগিতা করেছি। এ বছর নির্বাচনে ইউনিয়নের মানুষ দলমত নির্বিশেষে আমাকে ভালোবেসে বিপুল ভোটে বিজয়ী করেছেন। আমি যতদিন বেঁচে থাকবো ইউনিয়ন বাসির খেতমত করে যাবো।’

তিনি আরও বলেন, ‘ভোটের সময় মানুষের কাছে যতোটা গিয়েছি এখন থেকে তারচেয়ে বেশি যাবো। নির্বাচনে বিজয়ী হওয়ার পরদিন থেকে আমার সে যাত্রা শুরু হয়েছে আজীবন এ গতি অব্যাহত থাকবে।’

এর আগে গত ২৬ ডিসেম্বর চতুর্থ ধাপের নির্বাচনে স্বতন্ত্রপ্রার্থী হিসেবে দ্বিতীয়বারের মতো বিজয়ী হয়েছেন মো. মোশাররফ হোসেন মুশা।

এন কে বি নয়ন/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।