নাটোরে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে : পলক


প্রকাশিত: ০৯:৫৩ এএম, ০৬ জানুয়ারি ২০১৬

তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, নাটোর জেলার নিরাপত্তা রক্ষায় শহরের গুরুত্বপূর্ণ স্থানে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে। এজন্য কীভাবে একটি তহবিল গঠন করা যায় সে বিষয়ে দিক নির্দেশনা প্রদান করেন তিনি।

বুধবার সকালে নাটোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মাসিক জেলা আইনশৃংখলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

হাসপাতালগুলোতে নিয়মিত ওষুধ প্রাপ্তির নিশ্চয়তাসহ প্যাথলজির বিভিন্ন ধরনের টেস্ট, দালালের দৌরাত্ব বন্ধ এবং যথাযথ চিকিৎসা সেবা নিশ্চিত করতে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের নির্দেশ প্রদান করেন তিনি।

জেলা প্রশাসক মশিউর রহমানের সভাপতিত্বে আয়োজিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাটোর-৪ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস, নাটোর সদর আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শিমুল।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন নাটোরের পুলিশ সুপার শ্যামল কুমার মুখার্জী, সিংড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক, নাটোর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, বনপড়া পৌরসভার মেয়র জাকির হোসেন, নাটোর প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিম রেজা, নাটোর জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সৈয়দ মোর্ত্তজা আলী বাবলু প্রমুখ।

সভায় সাব রেজিস্ট্রি অফিসগুলোতে জমি রেজিস্ট্রির ক্ষেত্রে সরকার নির্ধারিত ফি এর চেয়ে বেশি ফি আদায় বন্ধ, দুর্ঘটনা রোধে বিলবোর্ড অপসারণ, হাসপাতালগুলোতে দালালদের দৌরাত্ম বন্ধ এবং পাটজাত পণ্য ব্যতিরেকে পলিথিন ব্যবহার বন্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাসহ পুলিশ বিভাগকে আরো কার্যকর ভূমিকা পালনের জন্য সিদ্ধান্ত গৃহিত হয়।

রেজাউল করিম রেজা/ এমএএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।