পুলিশের ধাওয়ায় নদীতে ঝাঁপ দিয়ে জুয়াড়ি নিখোঁজ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সুনামগঞ্জ
প্রকাশিত: ০৯:৪৫ পিএম, ১৯ জানুয়ারি ২০২২
ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার তৎপরতা চালালেও এখন পর্যন্ত ওই ব্যক্তির সন্ধান পাওয়া যায়নি

 

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ বাজারের পুরাতন লঞ্চঘাটে জুয়া খেলার আসরে অভিযান চালিয়েছে পুলিশ। এসময় পুলিশের ধাওয়া খেয়ে নদীতে পড়ে তাজ উদ্দিন (৬৫) নামের এক ব্যক্তি নিখোঁজ রয়েছেন।

বুধবার (১৯ জানুয়ারি) বিকেলে পুরাতন লঞ্চঘাট এলাকার কুশিয়ারা নদীতে এ ঘটনা ঘটে।

নিখোঁজ তাজ উদ্দিনের বাড়ি উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের গন্ধবপুর গ্রামে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রানীগঞ্জ বাজারের কুশিয়ারা নদীর পাড়ে পুরাতন লঞ্চঘাটে জুয়া খেলায় মত্ত ছিলেন ৬-৭ জন। খবর পেয়ে সেখানে যান জগন্নাথপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ও রানীগঞ্জ ইউনিয়নের বিট পুলিশিং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম। পুলিশ দেখে চার ব্যক্তি কুশিয়ারা নদীতে ঝাঁপ দেন। তাদের মধ্যে তিনজন সাঁতরে পাড়ে উঠতে পারলেও তাজ উদ্দিন নিখোঁজ হন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার তৎপরতা চালালেও তার সন্ধান পাওয়া যায়নি।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারের চেষ্টা চলছে।

লিপসন আহমেদ/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।