ছেলের ৩ ঘণ্টা পর মারা গেলেন বাবাও

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সুনামগঞ্জ
প্রকাশিত: ০৯:২৫ পিএম, ১৯ জানুয়ারি ২০২২
ফাইল ছবি

সুনামগঞ্জের জগন্নাথপুরে ছেলের মৃত্যুর তিন ঘণ্টা পর মারা গেছেন অসুস্থ বাবাও। বুধবার (১৯ জানুয়ারি) দুপুর ২টায় স্থানীয় শাহজালাল উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষ পারিবারিক কবরস্থান তাদের দাফন সম্পন্ন হয়েছে।

মৃতরা হলেন- উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের বুদরাইল (মোরাদাবাদ) গ্রামের বাসিন্দা হাজী মোহাম্মদ সয়ফুল্লাহ (৮০) ও তার ছেলে আলী আহমদ (৫৫)।

বিজ্ঞাপন

খোঁজ নিয়ে জানা যায়, দীর্ঘ দিন ধরে বৃদ্ধ বাবা ও ছেলে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে বাড়ি থেকে চিকিৎসা নিচ্ছিলেন। হঠাৎ করে মঙ্গলবার দিনগত রাত ২টার দিকে নিজ বাড়িতে ছেলে আলী আহমদের মৃত্যু হয়। এ খবর শুনে তিন ঘণ্টা পর (ভোর ৫টায়) অসুস্থ বাবাও শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

স্থানীয় ইউপি সদস্য আকিক মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, একই দিনে বাবা-ছেলের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

লিপসন আহমেদ/এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।