নির্বাচনের গণসংযোগে ছুরিকাঘাতে যুবক খুন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি হবিগঞ্জ
প্রকাশিত: ০৮:২৬ এএম, ১৯ জানুয়ারি ২০২২

হবিগঞ্জের বাহুবলে ইউনিয়ন পরিষদ নির্বাচনের গণসংযোগে দুর্বৃত্তদের হামলায় আল আমিন নামের এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার রাত ৮টার দিকে সদর ইউনিয়নের রাজাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আল আমিন সদর ইউনিয়নের মিঠাপুর গ্রামের ছায়েদ আলীর ছেলে। তার বুধবার (১৯ জানুয়ারি) দুবাই যাওয়ার জন্য ফিঙ্গার দিতে যাওয়ার কথা ছিল। আগামী ২৮ জানুয়ারি তার ফ্লাইট কনফার্ম করেছিল পরিবার।

স্থানীয়রা জানায়, মঙ্গলবার সন্ধ্যায় সদর ইউনিয়নের রাজাপুর গ্রামে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আজমল হোসেন চৌধুরীর ঘোড়া প্রতীকের সমর্থনে গণসংযোগ চলছিল। এ সময় আল আমিনকে কে বা কারা ছুরিকাঘাত করে পালিয়ে যায়। তাৎক্ষণিক স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ নিয়ে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। নিহত আল আমিন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ঘোড়া প্রতীকের একনিষ্ঠ কর্মী ছিলেন।

এ বিষয়ে জানতে চাইলে বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করলে তিনি রিসিভ করেননি।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/এফএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।