প্রচারণায় নেমে চেয়ারম্যান প্রার্থী করোনায় আক্রান্ত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৫:৩০ পিএম, ১৮ জানুয়ারি ২০২২
চেয়ারম্যান প্রার্থী নুরুল হুদা

সপ্তম ধাপের ইউপি নির্বাচনের প্রচারণায় নেমে নুরুল হুদা (৫৯) নামে আওয়ামী লীগ মনোনীত এক চেয়ারম্যান প্রার্থী করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরহাজারী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী এবং বর্তমান চেয়ারম্যানও।

মঙ্গলবার (১৮ জানুয়ারি) তার বড় ছেলে যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য নুরুল করিম জুয়েল বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আমার বাবা গত কয়েক দিন ধরে এলাকায় নির্বাচনী প্রচারণা চালান। এতে তার শরীরে করোনার কিছু উপসর্গ দেখা দেয়। এরপর ঢাকার ধানমন্ডি গণস্বাস্থ্য হাসপাতালে তিনি নমুনা পরীক্ষা দিলে সোমবার বেলা ১১টার দিকে তার রিপোর্ট পজিটিভ আসে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তিনি ঢাকার বাসায় অবস্থান করে চিকিৎসা নিচ্ছেন।

৭ ফেব্রুয়ারি নোয়াখালীর কোম্পানীগঞ্জের আট ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে চেয়ারম্যান পদে ৪৩, সংরক্ষিত মহিল মেম্বার পদে ৮৬ ও সাধারণ মেম্বার পদে ৩২৬ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।

ইকবাল হোসেন মজনু/এসজে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।