মধ্যরাতে শীতার্তদের পাশে সাতক্ষীরা জেলা প্রশাসক


প্রকাশিত: ১০:২৮ পিএম, ০৫ জানুয়ারি ২০১৬

পৌষের কনকনে শীতের গভীররাতে অসহায়, দুঃস্থ শীতার্ত মানুষের পাশে দাঁড়ালেন সাতক্ষীরা জেলা প্রশাসক নাজমুল আহসান। এ সময় তার সঙ্গী ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এএফএম এহতেশামুল হকসহ তিন সংবাদকর্মী।

মঙ্গলবার রাতে শহরের অদূরে সাতক্ষীরা-কালিগঞ্জ মহাসড়কের পাশে আলিপুর, বাঁকালসহ বিভিন্ন এলাকার খুপড়ী ঘরগুলোতে অসহায় মানুষদের মাঝে নিজ হাতে শীতবস্ত্র তুলে দেন জেলা প্রশাসক।

রাতের আধারে ঘুম থেকে উঠে জেলা প্রশাসকের হাত থেকে অপ্রত্যাশিতভাবে একটি কম্বল হাতে পেয়ে অত্যান্ত খুশি এসব মানুষগুলো। অসহায় মানুষগুলো আবেগ জড়িত কণ্ঠে বলেন, আমাদের এখানে আগে কোনোদিনই কেউ এভাবে শীতবস্ত্র দেয়নি।

"
জেলা প্রশাসক নাজমুল আহসান জাগো নিউজকে জানান, শীতের মধ্যে অনেক কষ্টে থাকে এসব মানুষগুলো। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে দুঃস্থ শীতার্ত এসব মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করছি। যদি তারা একটু হলেও স্বস্তি পায়।

বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।