বাগাতিপাড়ার মেয়র হলেন বিএনপির বহিষ্কৃত লেলিন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নাটোর
প্রকাশিত: ০৮:০৭ পিএম, ১৬ জানুয়ারি ২০২২
বিএনপির বহিষ্কৃত লেলিন হলেন বাগাতিপাড়ার মেয়র

নাটোরের বাগাতিপাড়া পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী শরিফুল ইসরাম লেলিন (বিএনপি থেকে বহিস্কৃত) বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন।

রোববার (১৬ জানুয়ারি) বাগাতিপাড়া পৌরসভা নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্তি বিভাগীয় নির্বাচন কর্মকর্তা আহমদ আলী এ ফল ঘোষণা করেন।

ঘোষিত ফলে জানা গেছে, স্বতন্ত্র প্রার্থী শরিফুল ইসরাম লেলিন পেয়েছেন ২২৮৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ময়মূর সুলতান পেয়েছেন ২১৮৮ ভোট।

উল্লেখ্য, আইনি জটিলতার কারণে দীর্ঘ ১৬ বছর পর বাগাতিপাড়া পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হলো।

সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকাল ৪টা পর্যন্ত। এখানে মোট ভোটার সংখ্যা আট হাজার ৫৮৫। নির্বাচনে মেয়র পদে চার, সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১০ ও সাধারণ কাউন্সিলর পদে ৩৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

রেজাউল করিম রেজা/এএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।