একসঙ্গে তিন পদে ভাই-বোনের লড়াই

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৪:৫৪ পিএম, ১৬ জানুয়ারি ২০২২

নোয়াখালী পৌরসভার নির্বাচনে ৩নং ওয়ার্ডে তিন পদে তিন ভাইবোন প্রার্থী হয়েছেন।

তাদের মধ্যে, মেয়র পদে বড়ভাই কাজী আনোয়ার হোসেন (জগ), ১, ২ ও ৩নং ওয়ার্ডে সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে বোন মোহনা সানজিদা রিয়া (বলপেন) ও ৩নং ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদে ছোটভাই কাজী মুনতাসির হোসেন (টেবিল ল্যাম্প) প্রতিদ্বন্দ্বিতা করেন।

এরা সবাই নোয়াখালী পৌরসভা ৩নং ওয়ার্ডের সাবেক কমিশনার মৃত কাজী আইয়ুব আলীর সন্তান।

সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী মোহনা সানজিদা রিয়া জাগো নিউজকে বলেন, বাবা সারাজীবন জনগণের সেবা করেছেন। আমরা সন্তানরাও বাবার মতো জনগণের সেবা করতে চাই।

স্থানীয় ভোটার আকরাম উদ্দিন জাগো নিউজকে বলেন, তিন ভাইবোনের একসঙ্গে তিন পদে প্রার্থীতা এলাকায় বেশ আলোচিত। ভোট শেষে দেখার বিষয় জনগণ তাদের কিভাবে নিয়েছে।

রোববার (১৬ জানুয়ারি) নোয়াখালী পৌরসভার ৯ ওয়ার্ডের ৩৪ কেন্দ্রে একযোগে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

ইকবাল হোসেন মজনু/এএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।