কিশোরগঞ্জে নিখোঁজ শিক্ষকের সন্ধান চেয়ে জিডি

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৪:১০ পিএম, ১৬ জানুয়ারি ২০২২
নিখোঁজ আবদুস সালাম ভূঁইয়া

চারদিন ধরে নিখোঁজ রয়েছেন কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার আতপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুস সালাম ভূঁইয়া (৬৫)। স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও না পেয়ে গত বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

নিখোঁজের বড় ছেলে সাকিবুর রহমান ভূঁইয়ার জানান, ১২ জানুয়ারি (বুধবার) বিকেলে স্কুল থেকে বাড়িতে ফেরার পথে নিখোঁজ হন আবদুস সালাম ভূঁইয়া। তার গায়ের রং ফর্সা, দৈহিক উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি, দাড়ি সম্বলিত মুখমণ্ডল গোলাকার। পরনে সাদা পায়জামা ও পাঞ্জাবি ছিল।

এদিকে প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান ও সাধারণ সম্পাদক মো. মতিউর রহমান নিখোঁজের সন্ধান দাবি করেন।

আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।