ভোট দিলেন তৃতীয় লিঙ্গের দুই ভোটার

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ১২:৪৩ পিএম, ১৬ জানুয়ারি ২০২২

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ১নং ওয়ার্ডের মিজমিজি পাইনাদী রেকমত আলী উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট দিয়েছেন সন্ধ্যা ও রুবিনা নামের তৃতীয় লিঙ্গের দুই ভোটার। রোববার (১৬ জানুয়ারি) সকাল ৯টার দিকে তারা ভোট দেন।

তারা দুজনই ভোট দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, জীবনে প্রথমবার ইভিএমে ভোট দিয়ে খুব ভালো লাগছে। আমরা যদি কখনো মানুষের পাশে দাঁড়াতে পারি, ভালো কাজ করে জনপ্রিয়তা অর্জন করতে পারি তাহলে আমরাও ভবিষ্যতে চিন্তাভাবনা করবো কাউন্সিলর প্রার্থী হওয়ার। আমরা দুজনই পছন্দের পার্থীদের ভোট দিয়েছি। আমরা আশা করি জনপ্রতিনিধি যারাই হোক তারা আমাদের পাশে দাঁড়াবে।

এ কেন্দ্রের প্রিসাইডিং অফিসার আবু নাইম মৃধা বলেন, সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। এ পর্যন্ত প্রায় ১০ শতাংশ ভোট পড়েছে। সবাই উৎসবমুখর পরিবেশে এবং শান্তিপূর্ণভাবেই ভোট প্রদান করছে।

উল্লেখ্য, সিদ্ধিরগঞ্জের ১নং ওয়ার্ডে মোট ভোটারের সংখ্যা ৩৩ হাজার ১০৩ জন। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ১৬ হাজার ২৭৮, নারী ভোটার ১৬ হাজার ৮২৩ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার দুজন।

এফএ/এমএস

টাইমলাইন  

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।