ঠাকুরগাঁওয়ে স্থগিত কেন্দ্রে ভোটগ্রহণের উদ্যোগ


প্রকাশিত: ০৪:৩৯ পিএম, ০৫ জানুয়ারি ২০১৬

অনিয়ম ও সহিংসতার কারণে বন্ধ হয়ে যাওয়া ঠাকুরগাঁওসহ দেশের ১৯টি পৌরসভার মোট ৫১টি ভোটকেন্দ্রে ১২ জানুয়ারি পুনর্ভোট গ্রহণের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

কমিশন সূত্রে জানা গেছে, ১৫ জানুয়ারি থেকে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু হওয়ার কথা। এ বিষয়টি বিবেচনায় রেখে ১২ জানুয়ারির ভোটগ্রহণের একটি প্রস্তাব দেয়া হয়েছে। কমিশনার ফাইলটি অনুমোদন দিলে বুধবারই সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারদের একটি নির্দেশনা দেয়া হবে।

ভোটগ্রহণ স্থগিত হওয়া কেন্দ্রগুলো হলো, ঠাকুরগাঁও সরকারি মহিলা কলেজ, গোবিন্দনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ঠাকুরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউট।

ঠাকুরগাঁও জেলা রিটার্নিং অফিসার ফজলে রাব্বী জানান, এখন পর্যস্ত ইসি থেকে কোনো নিদের্শনা পাওয়া যায়নি। নিদের্শনা পেলে স্থগিত কেন্দ্রের ভোট গ্রহণের ব্যবস্থা করা হবে।

রবিউল এহ্সান রিপন/এআরএ/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।