এক কেন্দ্রে যত নারী ভোটার, দুই কেন্দ্রেও তত পুরুষ নেই
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:০৭ পিএম, ১৬ জানুয়ারি ২০২২
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে ১৩নং ওয়ার্ডের আদর্শ স্কুল নারায়ণগঞ্জে পৃথক তিনটি ভোটকেন্দ্র করা হয়েছে। বিদ্যালয়টির একটি কক্ষের ৯৪নং কেন্দ্রটিতে শুধু নারী ভোটাররা ভোট দিচ্ছেন। বাকি দুই ৯২নং ও ৯৩নং কেন্দ্রে ভোট দিচ্ছেন পুরুষ ভোটাররা।
নারীদের জন্য বরাদ্দ রাখা ৯৪নং ভোটকেন্দ্রে ভোট শুরুর প্রথম তিন ঘণ্টায় ৩৮৫টি ভোট পড়েছে। কেন্দ্রটিতে মোট ভোটার সংখ্যা তিন হাজার ২৫৫ জন।
রোববার (১৬ জানুয়ারি) সকাল ১০টায় সরেজমিনে খোঁজ নিয়ে জানা যায়, এ কেন্দ্রটিতে শুধু নারী ভোটাররা ভোট দিচ্ছেন। সকাল থেকেই লাইনে ভোটারদের ভোট দিতে দেখা যায়। কেন্দ্রটিতে ৮টি বুথ বসানো হয়েছে। বুথগুলোর সামনেও দীর্ঘ লাইনে ভোটার উপস্থিতি দেখা গেছে।
লম্বা লাইনে দাঁড়িয়ে ভোট দেওয়ার অপেক্ষায় থাকা নারী ভোটার মনোয়ারা বেগম জাগো নিউজকে বলেন, সকাল ৯টায় এসে লাইনে দাঁড়াইছি। এখন ১১টা বাজে। এখনো ৫-৬ জন সামনে। কখন যামু কখন ভোট দিমু। আমরা তো কাজ করে খাই। এতো সময় লাগলে কেমনে...!
বুথের সামনে অপেক্ষমান ভোটার মৌসুমী বেগম বলেন, দুই জায়গাতেই লাইন। এখানেও লাইনে দাঁড়িয়ে আছি। অনেক লোক আসছে সকালে। পরিবেশ ভালো, তবে সময় বেশি লাগছে।
একই সময়ে ভোট দিয়ে বেরিয়ে এসে স্বস্তির কথা জানান ফাতেমা বেগম নামের এক ভোটার। ভোট দেওয়া শেষে জাগো নিউজকে তিনি বলেন, প্রথমবারের মতো ভোট দিলাম। ভালোই লাগছে। ইভিএমে ভোট দেওয়া খুব সহজ।
এদিকে কেন্দ্রটির আটটি বুথের তিনটিতে লাইন থাকলেও তেমন ভিড় নেই বাকি পাঁচটি বুথে। ভোটারদের দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকাসহ ভোটের পরিবেশ নিয়ে জানতে চাইলে কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মো. সামসুল হক জাগো নিউজকে জানান, সব বুথে ভোটার নেই। কিছু বুথে উপস্থিতি ভালো। প্রতিটি ভোটারের জন্য নির্দিষ্ট বুথ রয়েছে। যেসব বুথে ভোটার উপস্থিতি বেশি সেখানে লাইনটা বড় হয়ে যাচ্ছে। সব মিলিলে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি আরও বাড়তে পারে।
নগরীর ১৩নং ওয়ার্ডটিতে সাধারণ কাউন্সিলর প্রার্থী রয়েছেন ৬ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী ২ জন।
নাসিক নির্বাচনে ২৭টি সাধারণ ওয়ার্ড এবং ৯টি সংরক্ষিত ওয়ার্ডসহ ১৯২টি ভোটকেন্দ্রে মোট ভোটার ৫ লাখ ১৭ হাজার ৩৬১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫৯ হাজার ৮৪৬ জন এবং নারী ভোটার ২ লাখ ৫৭ হাজার ৫১১ জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৪ জন। সব কেন্দ্রে ভোট হচ্ছে ইভিএম পদ্ধতিতে।
এবার মেয়র পদে সাতজন, সংরক্ষিত ৯টি ওয়ার্ডে নারী কাউন্সিলর পদে ৩৪ জন এবং ২৭টি সাধারণ ওয়ার্ডে কাউন্সিলর পদে ভোটে লড়ছেন ১৪৮ জন। মোট ভোটকেন্দ্র রয়েছে ১৯২টি।
স্কুলটিতে পুরুষ ভোটারের জন্যও রয়েছে দুটি ভোটকেন্দ্র। পাশের নারী কেন্দ্রের তুলনায় এ কেন্দ্র দুটিতে ভোটার উপস্থিতি কম লক্ষ্য করা গেছে। বেলা ১১টা পর্যন্ত ৯২নং কেন্দ্রে ২ হাজার ১০৭ জন ভোটারের মধ্যে ভোট পড়েছে ১৮৬টি আর ৯৩নং কেন্দ্রে ১ হাজার ৯৫৩ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন প্রায় ২০০ জন।
আরএসএম/এমকেআর/এএসএম