জুয়া খেলা অবস্থায় কনস্টেবলসহ গ্রেফতার ৫

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝালকাঠি
প্রকাশিত: ০৮:০৬ পিএম, ১৫ জানুয়ারি ২০২২

ঝালকাঠির রাজাপুর উপজেলার নৈকাঠি এলাকায় অভিযান চালিয়ে এক পুলিশ সদস্যসহ পাঁচ জুয়াড়িকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৫ জানুয়ারি) আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।

এর আগে শুক্রবার (১৪ জানুয়ারি) রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতাররা হলেন উপজেলার বামনখান এলাকার জগবন্দু হালদারের ছেলে (বরিশাল মেট্রোপলিটন পুলিশে কর্মরত কনস্টেবল) পুলক হালদার (৪৬), বাগড়ী এলাকার মৃত শামসুল সিকদারের ছেলে নজরুল ইসলাম (৩৫), রোলা এলাকার আব্দুর রশিদ খানের ছেলে সালাম খান (৫৫), সাংগর গ্রামের মৃত নুরুল হক মৃধার ছেলে বাবুল মৃধা (৫৯) ও সাতুরিয়া এলাকার আব্দুস সোবাহানের ছেলে পলাশ হাওলাদার (২৫)।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, নৈকাঠি এলাকায় প্রতিদিন সন্ধ্যার পর স্থানীয় কিছু প্রভাবশালী মহলের ছত্রচ্ছায়ায় মাদক ও জুয়ার আসর বসে। শুক্রবার সন্ধ্যায় রাজাপুর থানা পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এসময় এলাকার পলাতক আসামি আবুল কালাম মোল্লার বসতঘরে জুয়া খেলা অবস্থায় পাঁচ জুয়াড়িকে আটক করা হয়।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় জানান, আটকদের নামে মামলা দিয়ে আদালতের মাধ্যমে ঝালকাঠি কারাগারে পাঠানো হয়েছে। বাকিদের গ্রেফতারে চেষ্টা অব্যাহত রয়েছে।

আতিকুর রহমান/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।