তিন শিশুকে পুড়িয়ে হত্যার ঘটনায় ইকবালের জবানবন্দি


প্রকাশিত: ১২:৫৯ পিএম, ০৫ জানুয়ারি ২০১৬

ঝিনাইদহের শৈলকুপায় তিন শিশুকে আগুনে পুড়িয়ে হত্যার ঘটনায় ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন একমাত্র আসামি ইকবাল হোসেন। মঙ্গলবার বিকালে ঝিনাইদহের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আব্দল মতিনের আদালতে তিনি এ জবানন্দি দেন।

শৈলকুপা থানা পুলিশের উপ-পরির্দশক (এসআই) এমদাদ হোসেন জানান, মামলার একমাত্র আসামি আদালতে মামলার পক্ষে জবানন্দি দিয়েছেন। সে কারনে রিমান্ডের কোনো প্রয়োজন হয়নি।

উল্লেখ্য, গত রোববার সন্ধ্যায় শৈলকুপা শহরের কাবিরপুরে ঘরে আগুন দিয়ে দোলোয়ার হোসেনের দুই ছেলে শিশু আমিন ও সাফিন এবং ভাগ্নে মাহিনকে পুড়িয়ে হত্যা করা হয়। শিশু হত্যা করে পালানোর সময় জনতা হাতে নাতে দেলোয়ার হোসেনের বড় ভাই ইকবাল হোসেনকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। ভাইয়ের সঙ্গে বিরোধের কারনে সে এই নৃসংশ হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে।

এআরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।