চাঁপাইনবাবগঞ্জে প্রায় ৫৭ লাখ টাকার কচ্ছপের হাড় উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ
প্রকাশিত: ০৪:৩৫ পিএম, ১৪ জানুয়ারি ২০২২
উদ্ধার কচ্ছপের হাড়

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্তে পরিত্যক্ত অবস্থায় ৫৭ লাখ টাকা মূল্যের কচ্ছপের হাড় উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (১৪ জানুয়ারি) দুপুরে উপজেলার চামুচা এলাকায় অভিযান চালিয়ে হাড়গুলো উদ্ধার করা হয়। পরে বিকেলে সংবাদ বিজ্ঞপ্তিতে লে. কর্নেল মো. আমীর হোসেন মোল্লা বিষয়টি নিশ্চিত করেন।

বিজ্ঞপ্তি বলা হয়, লে. কর্নেল মো. আমীর হোসেন মোল্লার নেতৃত্বে ও সহকারী পরিচালক মুহাম্মদ জামাল উদ্দীনসহ বিজিবির একটি বিশেষ দল শুক্রবার দুপুরে ভোলাহাট বিওপির সীমান্ত পিলার ১৯৫/৩-এস হতে আনুমানিক এক কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে চামুচা নামকস্থানে পরিত্যক্ত অবস্থায় ৩৮ কেজি ভারতীয় কচ্ছপের হাড় উদ্ধার করে। যার আনুমানিক মূল্য প্রায় ৫৭ লাখ টাকা।

৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. আমীর হোসেন মোল্লা জানান, করোনার সময় চোরাকারবারীরা যাতে সীমান্ত অতিক্রম করে দেশে প্রবেশ করতে না পারে সেই লক্ষে টহল জোরদার করা হয়েছে।

সোহান মাহমুদ/এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।