দেবিদ্বারে অবৈধ গ্যাস লাইন অপসারণ


প্রকাশিত: ১২:১৭ পিএম, ০৫ জানুয়ারি ২০১৬

কুমিল্লার দেবিদ্বার উপজেলার বরকামতা গ্রামে প্রায় দুই হাজার ফুট অবৈধ গ্যাস লাইন অপসারণ করা হয়েছে। মঙ্গলবার দুপুর থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধ এ গ্যাস লাইন অপসারণ করা হয়।

দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, বাখরাবাদ গ্যাস  ডিস্ট্রিবিউশন কোম্পানির উপজেলা সাব সেকশনাল অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা বাপ্পি শাহরিয়ারের উপস্থিতিতে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বরকামতা গ্রামের সফিকুল ইসলাম মেম্বার ও চান্দিনা এলাকার ঠিকাদার বাতেন ফারুকসহ একটি দালাল চক্র অবৈধ গ্যাস সংযোগ প্রদানের নামে এলাকার সাধারণ মানুষের কাছ থেকে কোটি টাকা হাতিয়ে নেয়। গোপন সূত্রে খবর পেয়ে বাখরাবাদ গ্যাস কর্তৃপক্ষের উদ্যোগে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম জানান, এসব অবৈধ গ্যাস সংযোগ অপসারণ অব্যাহত থাকবে। পাশাপাশি দালাল চক্রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

কামাল উদ্দিন/এআরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।