এক মাঠে ৫০০০ শিক্ষার্থীকে টিকা
একসঙ্গে পাঁচ হাজার শিক্ষার্থীর করোনার টিকা দেওয়ার ঘোষণায় গাজীপুরের কালিয়াকৈরে হ-য-ব-র-ল অবস্থা তৈরি হয়েছে। একটি মাঠে এতসংখ্যক শিক্ষার্থীকে টিকা দিতে গিয়ে হিমশিম খেতে হয় কর্তৃপক্ষকে।
সূত্র জানায়, বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার আফাজ উদ্দিন মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজ মাঠে একসঙ্গে পাঁচ হাজার শিক্ষার্থীকে করোনার টিকা দেওয়ার সিদ্ধান্ত হয়। সে অনুযায়ী ওই মাঠে প্রচুর ভিড় হয়। শিক্ষার্থীতে ঠাসা ছিল মাঠ।
শিক্ষার্থীদের করোনার টিকাদান কার্যক্রম পরিচালনা করছে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস। উপজেলা প্রশাসনের কোনো ধরনের সহযোগিতা ছাড়াই এ কার্যক্রম পরিচালনা করায় বিশৃঙ্খল অবস্থার সৃষ্টি হয় বলে জানিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ।
অভিভাবকরা বলেন, একটি মাঠে পাঁচ হাজার শিক্ষার্থী গাদাগাদি করে অবস্থান করায় একজনের করোনা পজিটিভ থাকলে তা অন্যদের মধ্যে ছড়িয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।
এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাকির হোসেন মোল্লা বলেন, আমরা পাঁচ হাজার শিক্ষার্থীকে একসঙ্গে করোনার টিকা দেওয়ার সিদ্ধান্ত নিই। তবে নিয়ন্ত্রণ করতে খুব কষ্ট হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ বলেন, বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
আমিনুল ইসলাম/এসআর/এএসএম