কবরে আগুন দেওয়ার ভিডিও নিয়ে তোলপাড়

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৪:২২ পিএম, ১৩ জানুয়ারি ২০২২
একটি কবরে কে বা কারা আগুন ধরিয়ে দেয়

সিরাজগঞ্জের রহমতগঞ্জ কবরস্থানের একটি কবর থেকে দাউ দাউ করে আগুন জ্বলার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) সকাল থেকে বিভিন্নজনের সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) আগুন জ্বলার ভিডিওটি দেখা যাচ্ছে।

স্থানীয়রা জানান, গত ১০ জানুয়ারি সন্ধ্যায় কে বা কারা কবরস্থানে পলিথিন দিয়ে আগুন ধরিয়ে দেয়। সেটা ভিডিও করে ভাইরাল করার জন্য ফেসবুকে ছড়িয়ে দেয়। ওই ভিডিও দেখে সকাল থেকে কবরস্থানে লোকজন সমাগম করতে থাকে।

কবরস্থানের খাদেম আফজাল হোসেন ও মাসুদ রানা জানান, কিছু পলিথিন একত্রিত করে কে বা কারা কবরস্থানে আগুন ধরিয়ে দিয়েছিল। আমরা মাগরিবের নামাজ শেষে একটি কবরে আগুন দেখতে পাই। পরে পানি দিয়ে আগুন নেভানো হয়।

তারা আরও জানান, তাদের উদ্দেশ্য ছিল ভিডিওটি ফেসবুকের মাধ্যমে ভাইরাল করে ফেসবুক পেজে লাইক বাড়ানোর জন্য। এ নিয়ে গুজব না ছড়ানোর জন্য অনুরোধ জানান তারা।

স্থানীয় কাউন্সিলর মো. জুলফিকার হাসান খান বলেন, ‘একটি মহল ইসলাম বিরোধী গুজব রটানোর জন্য এসব করেছে। কবরস্থানে পরিত্যক্ত আগাছা আর শুকনা পাতায় কে বা কারা আগুন ধরিয়ে দেন।’

এ বিষয়ে সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, ‘আপনার মুখেই প্রথম শুনলাম। বিষয়টি খতিয়ে দেখছি।’

আরএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।