নৌকার বিরোধিতা করায় স্বেচ্ছাসেবক লীগের কমিটি বিলুপ্ত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৮:৪৮ এএম, ১৩ জানুয়ারি ২০২২

নোয়াখালী পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীর বিরোধিতা করায় পৌর স্বেচ্ছাসেবক লীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

বুধবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক আজিজুল হক আজিজ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নোয়াখালী পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবদুল করিম বিশাল ও সাধারণ সম্পাদক জনি আলমসহ কমিটির নেতৃবৃন্দ দলীয় শৃঙ্খলা অমান্য করে পৌরসভা নির্বাচনে দলীয় প্রতীক নৌকার বিরুদ্ধে গিয়ে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করছেন।

আজিজুল হক আজিজ জানান, অভিযোগের সত্যতা পেয়ে দলের গঠনতন্ত্রের অনুচ্ছেদ ৩৪ এর গ-উপধারা অনুযায়ী সংগঠনের সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুর নির্দেশক্রমে ১২ জানুয়ারি থেকে নোয়াখালী পৌরসভা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

ইকবাল হোসেন মজনু/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।