রংপুরে চালু হলো মোটরসাইকেলের রাইড শেয়ারিং

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক রংপুর
প্রকাশিত: ০৯:৪৪ পিএম, ১২ জানুয়ারি ২০২২
উবারের নতুন চালকদের হাতে হেলমেট দেওয়া হয়

রংপুরে এবার চালু হলো যুক্তরাষ্ট্রভিত্তিক রাইড শেয়ারিং কোম্পানি উবারের মোটরসাইকেল সুবিধা।

বুধবার (১২ জানুয়ারি) দুপুরে রংপুর পর্যটন মোটেল এলাকায় আনুষ্ঠানিকভাবে রংপুরের রাইডার এবং চালকদের জন্য এ উবার মটো সেবা চালু করা হয়েছে।

উবারের বাংলাদেশ এবং ভারতের পূর্বাঞ্চলীয় প্রধান আরমানুর রহমান নতুন ড্রাইভার পার্টনারের হাতে উবারের হেলমেট তুলে দিয়ে বলেন, নতুন অঞ্চলে কোম্পানির কার্যক্রম বিস্তার করতে পেরে আমরা রোমাঞ্চিত এবং আনন্দিত। এ সেবার আওতায় থাকা রাইড চালকরা না থাকলে এটি সম্ভব হতো না।

তিনি আরও বলেন, আমরা বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে ফ্রন্টলাইন স্বাস্থ্যসেবা কর্মী এবং বয়স্ক এবং দুর্বল নাগরিকদের টিকা দেওয়ার জন্য ২৫ হাজারটি বিনামূল্যের রাইড দিয়েছি। এছাড়া ঢাকার বাসিন্দাদের টিকা দেওয়ার জন্য ৫০ হাজারটি বিনামূল্যের রাইড দিয়েছি।

jagonews24

উবারের অফিসিয়াল ওয়েবসাইটে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ আমরা রংপুরে উবার মটো সেবা চালু করেছি। নতুন বছরে উবার মোটো সেবা নতুন অঞ্চলে চালু করতে পেরে উজ্জীবিত। আমাদের এই সেবার মাধ্যমে রংপুর কেবল রাইডারদের ঝামেলামুক্ত, সাশ্রয়ী ও নিরাপদ যাতায়াতের অভিজ্ঞতা অর্জন করতে সাহায্য করবে না বরং ড্রাইভার ও অংশীদারদের জন্য অর্থপূর্ণ উপার্জনের সুযোগও তৈরি করবে। আমাদের লক্ষ্য রংপুরের জনগণের জন্য একটি নির্বিঘ্ন যাতায়াতের অভিজ্ঞতা দেওয়া, তা যেকোনো সময়ই হোক বা যেকোনো জায়গায় হোক।

বিশ্বব্যাপী উবারের জন্য বাংলাদেশ একটি বৃহত্তম মোটো বাজার উল্লেখ করে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, উবারের রংপুরে যাত্রা এর জনপ্রিয়তার পুনরাবৃত্তি। যেকোনো জায়গায় যাতায়াতের সুবিধাজনক, সাশ্রয়ী মূল্যের এবং নিরাপদ উপায় সরবরাহের মাধ্যমে দ্রুত রাইড শেয়ারিং প্ল্যাটফর্মে পরিণত হয়েছি।

জিতু কবীর/এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।