কনস্টেবলের ছুরিকাঘাতে সহকর্মী আহত


প্রকাশিত: ১০:১১ এএম, ০৫ জানুয়ারি ২০১৬

খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি থানায় এক পুলিশ কনস্টেবলের ছুরিকাঘাতে অপর এক কনস্টেবল গুরুতর আহত হয়েছেন। আহত কনস্টেবল মংজয় চাক মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে বলে জানা গেছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

জানা গেছে, বেলা সাড়ে ১১টার দিকে কেউ কিছু বুঝে ওঠার আগেই পুলিশ কনস্টেবল ফারুক হোসেন ধারালো ছুরি দিয়ে সহকর্মী মংজয় চাককে কোপাতে থাকে। এতে মংজয় চাক শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক জখম হয়। তবে কি কারণে এ ঘটনা ঘটেছে সে বিষয়ে থানার কর্তব্যরত কর্মকর্তারা কেউ মুখ খুলতে রাজি হননি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লক্ষ্মীছড়ি থানার উপ-পরিদর্শক (এসআই) জোবায়ের জানান, পুলিশ কনস্টেবল মো. ফারুক হোসেনের ছুরিকাঘাতে মংজয় চাক গলায় ও ঘাড়ে আঘাত পেয়েছেন। প্রথমে তাকে লক্ষ্মীছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসাপাতালে প্রেরণ করা হয়েছে।

এদিকে, এ ঘটনার পরপরই খাগড়াছড়ির পুলিশ সুপার মো. মজিদ আলী ও সহকারী পুলিশ সুপার (রামগড় সার্কেল) মো. হুমায়ুন কবীর ঘটনা তদন্তে লক্ষ্মীছড়ি থানায় এসেছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত লক্ষ্মীছড়ি থানা হেফাজতে মো. ফারুক হোসেনকে জিজ্ঞাসাবাদ চলছে।

এআরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।