ফতুল্লায় ডাইং কারখানায় বিস্ফোরণে ৫ শ্রমিক দগ্ধ


প্রকাশিত: ০৫:৫৫ এএম, ০৫ জানুয়ারি ২০১৬

নারায়ণগঞ্জের ফতুল্লা দাপা ইদ্রাকপুর এলাকায় আমিন ডাইং কারখানায় বিস্ফোরণে ৫ জন শ্রমিক দগ্ধ হয়েছেন। তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বিস্ফোরণে কারখানার শ্রমিক রাসেল, ইয়াসিন, শাহজালাল, সাব্বির ও নানু দগ্ধ হন। যাদের প্রত্যেকের বয়স ২৫ থেকে ৩০ এর মধ্যে। এছাড়াও তাদের শরীরের অনেক অংশ পুড়ে গেছে।

জানা গেছে, মঙ্গলবার ভোরে কারখানার গোডাউনে থাকা ক্যামিক্যাল চাপের কারণে বিস্ফোরণ ঘটে। এসময় গ্যাস লাইন লিকেজ থাকায় অগ্নিকাণ্ডের ঘটনাও ঘটে। এসময় কারখানায় কর্মরত ৫ শ্রমিক দগ্ধ হন। বিস্ফোরণে কারখানায় ব্যাপক ক্ষতি সাধিত হয়। বিস্ফোরণে দগ্ধদের প্রথমে স্থানীয় ক্লিনিক ও পরে তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখানকার ডাক্তাররা তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
 
ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত উপ-পরিদর্শক (এসআই) গোলাম মোস্তফা-২ ঘটনার সত্যতা স্বীকার করে জাগো নিউজকে জানান, কারখানার গোডাউনে অতিরিক্ত ক্যামিক্যাল থাকায় ফলে চাপ সৃষ্টি হয়ে বিস্ফোরণ ঘটে। এতে করে কারাখানার ৫ শ্রমিক দগ্ধ হন।

মো. শাহাদাত হোসেন/এমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।