পরাজিত প্রার্থীর সমর্থকের হামলায় আহত বৃদ্ধের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গোপালগঞ্জ
প্রকাশিত: ০৮:১৮ পিএম, ০৮ জানুয়ারি ২০২২
জামাল শেখের স্বজনদের আহাজারি

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার হিরণ ইউনিয়নে পরাজিত মেম্বার প্রার্থীর সমর্থকদের হামলায় আহত জামাল শেখের (৬৫) মৃত্যু হয়েছে।

শনিবার (৮ জানুয়ারি) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত জামাল শেখ লোহারংক গ্রামের বাসিন্দা ও নবনির্বাচিত মেম্বার জাকির দাড়িয়ার সমর্থক।

খোঁজ নিয়ে জানা গেছে, ৫ জানুয়ারি উপজেলার হিরণ ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের পরদিন ৬ জানুয়ারি পরাজিত প্রার্থী মুসা বিশ্বাসের সমর্থকরা জয়ী প্রার্থী জাকির দাড়িয়ার সমর্থকদের ওপর হামলা চালায়। এতে জামাল শেখ (৬৫), জেহাদুল শেখ (৪০), মন্টু শেখ (৫৫), লায়েক শেখ (৫৫), রিপন শেখ (৩০), রেক্সনা বেগম (৩০), হাসিবুর শেখ (২৫), সাইয়াদুল ইসলাম (৩২) আহত হন।

আহতদের কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। এর মধ্যে গুরুতর আহত জামাল শেখের শারীরিক অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শনিবার চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত জামাল শেখের ভাই সিরাজুল ইসলাম বলেন, নির্বাচনের পরদিন পরাজিত মেম্বার প্রার্থী মুসা বিশ্বাস লোকজন নিয়ে আমাদের ওপর হামলা চালায়। এ হামলায় আমার ভাই নিহত হয়েছেন।

নবনির্বাচিত মেম্বার জাকির দাড়িয়া বলেন, নির্বাচনে পরাজিত হয়ে মুসা বিশ্বাসের লোকজন আমার সমর্থকদের মারধর ও বাড়িঘরে হামলা চালিয়েছে। তাদের মারধরে আমার এক সমর্থক জামাল শেখ নিহত হয়েছেন। আমি এর সুষ্ঠু বিচার দাবি জানাই।

এ বিষয়ে জানতে মুসা বিশ্বাসের মোবাইল নম্বরে কল দিলে বন্ধ পাওয়া যায়। বাড়িতে গিয়েও তাকে পাওয়া যায়নি।

কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিল্লুর রহমান বলেন, নিহত জামাল শেখের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মেহেদী হাসান/এসজে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।